X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ার শেরপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২০:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:৫৫

 

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের চারটি নির্বাচনি ক্যাম্পে অগ্নি সংযোগ করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার রাতে দুবলাগাড়ী, নয়াপাড়া, উত্তর সাহাপাড়া ও পৌর শিশুপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় আজ শনিবার (৯ জানুয়ারি) দিনভর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারি বগুড়ার শেরপুর পৌরসভায় নির্বাচন হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন এলাকায় ক্যাম্প স্থাপন করেছেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা দুবলাগাড়ী, নয়াপাড়া, উত্তর সাহাপাড়া ও পৌর শিশুপার্ক এলাকায় আওয়ামী লীগ প্রার্থী আবদুস সাত্তারের ক্যাম্পে আগুন দেয়। শনিবার সকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো প্রমুখ নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, নৌকা প্রার্থীর নিশ্চিত বিজয় জেনেই প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।

শিশুপার্ক এলাকার ক্যাম্প পরিচালক পীযুষ বসাক বলেন, তারা শুক্রবার রাত ৩টা পর্যন্ত সেখানে ছিলেন। চলে যাওয়ার পর দুর্বৃত্তরা আগুন দেয়। গত ৪ জানুয়ারি রাতে নৌকা মার্কার মিছিলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছিল।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচনি অফিসগুলো পরিদর্শন করা হয়েছে। দৃষ্কৃকারীদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অপরদিকে, শনিবার দুপুরে সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমনের নির্বাচনি প্রচার মিলিয়ে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, নৌকামার্কার প্রার্থী মতিউর রহমান মতির কর্মী-সমর্থকরা এ হামলা করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ