X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবির প্রশাসন ভবনের সামনে চাকরি প্রত্যাশী ছাত্রলীগ কর্মীদের অবস্থান

রাবি প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ১১:৩৭আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১১:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেটে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির কয়েকজন নেতাকর্মী। এর আগে একই দাবিতে সোমবার (১১ জানুয়ারি) রাতে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান নেন তারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপাচার্যের বাসভবনের গেটের তালা খুলে দিয়ে আন্দোলনকারীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। তাদের দাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়কে ৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালনা করতে পারছেন না।

সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেটে তালা ঝোলানো। প্রবেশপথে অবস্থান করছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী প্রশাসন ভবনের (প্রশাসন ভবন ২) সামনে গিয়ে দেখা যায়, কর্মকতারা বাইরে দাঁড়িয়ে আছেন।

কথা হয় ইঞ্জিনিয়ারিং সেকশনের সহকারী রেজিস্ট্রার লুৎফর রহমানের সঙ্গে। তিনি বলেন, চাকরি প্রত্যাশীরা গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। আমরা কর্মকর্তারা প্রায় ঘণ্টাখানেক এখানে অবস্থান করছি।

একই চিত্র দেখা যায়, সৈয়দ নজরুল ইসলাম প্রসাশন ভবনের সামনে। গেটে ২৫-৩০জন চাকরি প্রত্যাশী অবস্থান করছেন। প্রসাশন ভবনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উপাচার্যের বাসভবনের তালা দেওয়ার বিষয়ে আন্দোলনকারী ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, রাতে রসায়ন বিভাগের অধ্যাপক আখতার ফারুক স্যার মারা গেছেন। তিনি একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল মানুষ ছিলেন। উপাচার্য যাতে তাকে দেখে আসতে পারেন, সেই মানবিক বিবেচনায় তারা তালা খুলে দিয়েছেন।

আন্দোলনকারীদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় চলবে বঙ্গবন্ধুর দেওয়া ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী। প্রায় একমাস আগে শিক্ষামন্ত্রণালয় থেকে কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। অধ্যাদেশ অনুযায়ী তিনি এগুলো মানতে বাধ্য নন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপাচার্য সেগুলো মেনে চলছে। যা অধ্যাদেশের লঙ্ঘন, আমরা এখানে অবস্থান নিয়েছি বিশ্ববিদ্যালয় যাতে মর্যাদা ফিরে পায়।

তিনি আরও বলেন, উপাচার্য যদি কোনও অনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন তবে শিক্ষামন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট হতে পারে না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!