X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থানার ভেতরে হামলা ও ইভটিজিংয়ের পৃথক মামলায় ৫ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২০:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৩৬

বরিশালের উজিরপুর মডেল থানার ভেতরে পুলিশের ওপর হামলা ও ইভটিজিংয়ের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মামলায় আটক ৫ জনকে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) রাতে পুলিশের ওপর হামলায় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই মো. মাহাবুবুর রহমান। আর ইভটিজারের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী।

কারাগারে পাঠানোদের মধ্যে পুলিশের ওপর হামলা মামলার আসামি হচ্ছে উপজেলার বাসিন্দা সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, সাইফুল ইসলাম, সজল হাওলাদার এবং ইভটিজিংয়ের অপর মামলার আসামি হচ্ছে নোমান ফকির অনিক।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আসামি করে এবং ইভটিজিং এর ঘটনায় একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরও দাবি করেন, সেখানে ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। সোমবার ওই নারী বাজারে আলু কিনতে গেলে আটককৃত অনিকের সাঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওই যুবককে ইভটিজার ও শ্লীলতাহানির মামলা দিয়েছেন নারীর স্বামী।

প্রসঙ্গত, সোমবার দুপুরে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অনিক ইভটিজিং করেছে এমন অভিযোগে ওই নারীর অভিভাবকরা অনিকের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে অনিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আড়াইটার দিকে মহিলার ভাই ও তার বন্ধুরা একত্রিত হয়ে থানায় ভেতর ফের অনিকের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সাথে সাথে হামলাকারী ৪ জনকে আটক করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!