X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় পরিচালনা পর্ষদ থেকে শিক্ষককে অব্যাহতির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ২০:৫৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৫৬

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক পদে নিয়োগ পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার ঘটনায় শিক্ষক ফাতেমা জোহরা হককে পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  মঙ্গলবার (১২ জানুয়ারি) কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষকে অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। 

তবে জনবল কাঠামোবহির্ভূত প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং খাতায় নম্বর বাড়ানোর নির্দেশ প্রদানকারী সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।  যদিও সরকারি কর্মকর্তা (অধ্যাপক) হওয়ায় কারণে সাবেক অধ্যক্ষের প্রেষণ প্রত্যাহার করে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

অফিস আদেশে বলা হয়, ‘ঢাকা মহানগরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে খাতা মূল্যয়ানকারী শিক্ষক ফাতেমা জোহরা হক কর্তৃক খাতায় নম্বর বাড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়,  গভর্নিং বডিতে তার সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।’

এর আগে গত ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিচালনা পর্ষদের সদস্য পদ থেকে শিক্ষক ফাতেমা জোহরা হককে  অব্যাহতি দিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক পদ না থাকলেও অবৈধ সুবিধা নেওয়ার লক্ষ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। প্রশাসনিক পদে নিয়োগের পরীক্ষায় নিজস্ব লোক নিয়োগ দিতে অধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সদস্যদের একাংশ খাতা মূল্যয়নের জন্য সাধারণ শিক্ষক বাদ দিয়ে পর্ষদ সদস্য ফাতেমা জোহরা হককে দায়িত্ব দেন।  অধ্যক্ষের নির্দেশে একজন পরীক্ষার্থীর খাতায় নম্বর বাড়িয়ে দেন ফাতেমা জোহরা। বিষয়টি নিয়ে প্রতিবাদ হলে পরিচালনা পর্ষদের ওই সময়ের  সভাপতির হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়।

এই ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরাম শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে প্রতিকার চেয়ে আবেদন করে। এতে বলা হয়, পরিচালনা পর্ষদের কিছু সদস্য এবং অধ্যক্ষ নিজে স্বার্থ সিদ্ধির জন্য পদ না থাকলেও পদ দেখিয়ে বিধিবর্ভিূতভাবে প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। 

অভিভাবক ফোরামের নেতারা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি কর্মকর্তা হয়েও এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে চুপ থাকেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেন।  অথচ এখন শুধু একজন শিক্ষককে পর্ষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অথচ, খাতায় নম্বর বাড়ানোর নির্দেশদাতা অধ্যক্ষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।  নিয়োগ প্রক্রিয়া নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হলে সাবেক সভাপতিও এই দুর্নীতির দায়ে অভিযুক্ত হবেন।

/এসএমএ/এপিএইচ/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী