X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী থাকা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ০৫:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

করোনাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ১১ জন। এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে একজন করে সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, কাউন্সিলর ও থেরাপিস্ট নিয়োগ করা দরকার। বুধবার (১৩ জানুয়ারি) রাতে ‘আগামীর বাংলাদেশ’ আয়োজিত ‘করোনাকালীন শিক্ষার্থীদের আত্মহত্যা: কারণ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল সেশন বক্তারা এ অভিমত জানান।

সহকারী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুলের উপস্থাপনায় ভার্চুয়াল সেশনে অংশ নেন দেশের শিক্ষাবিদ, শিক্ষক, সমাজবিজ্ঞানী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষার্থীরা।   

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘করোনা মহামারিকালে যেন আত্মহত্যার মিছিল শুরু হয়েছে। ঘরবন্দি থেকেও বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ১১ জন। শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানে একজন কাউন্সেলর একেবারেই অপ্রতুল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

বক্তারা আরও জানান, যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, এর পেছনের কারণ কী, তা জানতে কর্তৃপক্ষের কোনও উদ্যোগ নেই। পরামর্শদান দফতরও এ সংক্রান্ত কোনও তথ্য সংরক্ষণ করে না। আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীরা বলছেন, বিষণ্ণতা, শিক্ষাজীবন নিয়ে হতাশা, সম্পর্কের টানাপড়েন এবং চাকরি নিয়ে অনিশ্চয়তার কারণে তারা এ পথ বেছে নেন।

সেশনের আলোচক প্রখ্যাত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন বলেন,‘ শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্রেজ ম্যানেজমেন্টের জন্য রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক ফ্যাক্টরগুলো নির্ধারণ করা উচিত। বিশেষত, কোন বয়সের শিক্ষার্থীরা ভালনারেবল সেটিও বিবেচনা করা প্রয়োজন। এর পাশাপাশি করোনাকালে শিক্ষকদের ভার্চুয়াল ক্লাসের পাশে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার জন্য সংযুক্ত করা দরকার। উন্নত দেশের মতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন সমাজবিজ্ঞানী, একজন মনোবিজ্ঞানী, কাউন্সিলর ও থেরাপিস্ট রাখা প্রয়োজন।

সেশনের অন্যতম বক্তা এডুকেশন কোয়ালিটি অ্যাসিউরেন্স নিয়ে ইংল্যান্ডে অভিজ্ঞ বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল বলেন, ‘শিক্ষার্থীদের স্ট্রেজ ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। করোনার সময়ে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির ওপরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভাতা ও উন্নত জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া উচিত।’ এছাড়াও আত্মহত্যার আইনগত বিষয়ও সবাইকে অবগত করেন তিনি।

আত্মহত্যার বিষয়ে ইসলামি বিধিবিধান নিয়ে আলোকপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ সহকারী অধ্যাপক আমির হোসেন। 

সেশনের কী নোট স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির লেকচারার ফারজানা আক্তার লুনা আত্মহত্যার কারণ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

চেয়ার অব সেশন হিসেবে ঢাকা ইমপিরিয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন মৃধা সূচনা ও সমাপনী বক্তৃতা করেন।

ভার্চুয়াল সেশনে যুক্ত ছিলেন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)-এর সাধারণ সম্পাদক এসএম আব্বাস। সেশনের শেষ পর্যায়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

 

/এসএমএ/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!