X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হাতুড়িপেটায় আহত নড়াইলের সাবেক মেম্বারের হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৬:০১আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:০১

নড়াইলে সানোয়ার হোসেন মোল্লা (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি যশোর পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিহত সনোয়ার নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তিনি ভুমুরদিয়া গ্রামের গণি মোল্লার ছেলে।

নিহতের ছেলে মাহবুব মোল্লা জানান, গত ১০ জানুয়ারি সকালে তার ছোটভাই রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি থেকে নড়াইল শহরে যাচ্ছিল। পথিমধ্যে ভাদুরিয়া নামকস্থানে পৌঁছালে ফারুক নামে একজন ট্রাকচালক তাকে ধাক্কা দেয়। এ নিয়ে দত্তপাড়ার বাসিন্দা ফারুকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন ফারুক তাকে জীবননাশের হুমকি দেয়। ওইদিন বিকালেই তার বাবা সানোয়ার হোসেন মোটরসাইকেলযোগে নড়াইল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি দত্তপাড়ায় পৌঁছালে ফারুক, তার সহযোগী আজিজুর, এনামুল, ফরিদ ও ইমরুল মোটরসাইকেল থামিয়ে হাতুড়িপেটা করে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওই রাতেই যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন খান বলেন, পঙ্গু হাসপাতাল থেকে পাবলিক অ্যাসল্টের কারণে মারা যাওয়া একজনের মরদেহ হাসপাতালে এসেছে। মৃতের শরীরের বিভিন্নস্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, মারপিটের ঘটনায় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় যশোরে মারা গেছেন বলে শুনেছি। মৃতের স্বজনরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা