X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

এইচএসকোডের জটিলতা কাটিয়ে হিলি দিয়ে চাল আমদানি শুরু

হিলি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৯:০৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:০৭

এইচএসকোড নিয়ে জটিলতা কাটিয়ে চার দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। গত বুধবার থেকে রবিবার পর্যন্ত বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এর আগে সরকারের অনুমোদন পাওয়ার পর দীর্ঘ দেড় বছর পর গত ৯ জানুয়ারি শনিবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছিল।

আমদানিকারক শাহিনুর রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে চালের অস্থিতিশীল অবস্থা থেকে সহনীয় পর্যায়ে আনতে ভারত থেকে চাল আমদানির অনুমতি মিলেছিল। সে অনুযায়ী গত ৯ জানুয়ারি থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু করা হয়। এর ফলে দেশের বাজারে চালের দাম কমতে শুরু করে। কিন্তু গত চার দিন ধরে এইচএসকোড নিয়ে সমস্যায় ভারত চাল রফতানি বন্ধ রেখেছিল। গতকাল বাংলাদেশ সরকার প্রজ্ঞাপণ জারি করে এইচএসকোড পরিবর্তন করে দিয়েছে। এতে বন্দর দিয়ে আজ থেকে চাল আমদানি শুরু হয়েছে। এই চালগুলো দেশের বাজারে বাজারজাত শুরু হলে চালের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে বিশ্বাস করি।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির জন্য যে এইচএসকোডে সরকার অনুমোদন দিয়েছিল সেই কোডে ভারতীয়রা চাল রফতানি করতে চাচ্ছিল না। এ কারণে গত চার দিন হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। তবে ইতোমধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে ও মন্ত্রণালয় থেকে সেই কোড পরিবর্তন করে দিয়েছে। এতে করে বন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু হয়েছে। আমাদের হিলি স্থলবন্দরের আমদানিকারকগণ প্রায় ৬০ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। ভারতের চাল দেশের বাজারে প্রবেশ করলে চালের দাম কমে আসবে বলেও জানান তিনি।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘদিন বন্ধের পর গত ৯ জানুয়ারি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। ওই দিন থেকে শুরু করে ১২ জানুয়ারি পর্যন্ত চার দিন বন্দর দিয়ে ৫৪টি ট্রাকে দুই হাজার ১০০ টন চাল আমদানি হয়। যা বন্দর থেকে ছাড়করণ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে গত ১৩ জানুয়ারি বুধবার থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানতে পারি যে এইচএসকোড নিয়ে জটিলতার কারণে চাল আমদানি বন্ধ রয়েছে। রবিবার এটি সমাধান হয়ে গেছে, এ কারণে চারদিন বন্ধের পর সোমবার দুপুর থেকে বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। বন্দর দিয়ে বিকেল পৌনে ৪টা পর্যন্ত ৫ ট্রাক চাল ভারত থেকে আমদানি হয়েছে। এসব চাল বন্দরে প্রবেশের পর কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
এনসিসি ব্যাংক ও একপের মধ্যে চুক্তি সই
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার