X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাহনীর টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:২৯

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো আবাহনী। হাইতির কেরভেন্স বেলফোর্ট ও ব্রাজিলের ফ্রান্সিসকো তোরেসের লক্ষ্যভেদে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। আবাহনীর টানা দুই জয়ের বিপরীতে ব্রাদার্সের এটা দ্বিতীয় হার।

আজ (মঙ্গলবার) একাধিক পরিবর্তন করে একাদশ সাজিয়েছিল আবাহনী। নিয়মিত অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন ও ব্রাজিলিয়ান অগাস্তো খেলেননি। তাদের জায়গায় মামনুল ও রুবেল মিয়া সুযোগ পেয়ে খারাপ করেননি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণে। তাদের দুটি গোলই এসেছে প্রথমার্ধে।

১২ মিনিটে মাসিহ সাইগানির থ্রু থেকে বেলফোর্ট ঠিকমতো বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ২৪ মিনিটে মামুনুলের বাঁকানো ফ্রি কিক এক ডিফেন্ডার হেড দিয়ে ক্লিয়ার করলে আবাহনীর অপেক্ষা বাড়ে।

তবে ৯ মিনিটের ব্যবধানে ২ গোল পেয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ৩১ মিনিটে আকাশি-নীল শিবিরে প্রথম উল্লাস। ব্রাদার্সের ওসাগি মানডে নিজেদের সীমানায় ফেলে দেন রুবেল মিয়াকে। রেফারি ভুবনমোহন তরফদার পেনাল্টির বাঁশি দেন। ব্রাজিলিয়ান তোরেসের শট মহিউদ্দিন ঝাঁপিয়ে বলের নাগাল পেলেও শেষ রক্ষা করতে পারেননি। বল তার হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে।

৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেলফোর্ট। রুবেলের নিচু ক্রসে এই হাইতিয়ান প্লেসিং করে দলকে ২-০তে এগিয়ে নেন। এ নিয়ে লিগে তার গোল হলো দুটি।

বিরতির পরও আবাহনী আক্রমণে এগিয়ে ছিল। ৫৫ মিনিটে তোরেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬০ মিনিটে রুবেলের শট পোস্টে লেগে ফিরে আসলে আফসোস বাড়ে তাদের।

ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে গোল শোধ দেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল ব্রাদার্সের। নাইম হোসেনের শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোল পাওয়া হয়নি গোপিবাগের দলটির।

আগামীকালের (বুধবার) খেলা:

রহমতগঞ্জ-শেখ রাসেল, বিকেল ৪টা

ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!