X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের আবেদনপত্র আটকে পরীক্ষা স্থগিত করলেন আইই‌আরের পরিচালক

চবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২০:৩২আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২০:৩৪

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইই‌আর) প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর শিক্ষার্থীদের পাঠানো আবেদনপত্র আটকে রেখে কোনও সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে ইন্সটিটিউট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হলে তা বর্জন করে শিক্ষার্থীরা। ২৪ মাস পর শুরু হওয়া এ পরীক্ষায় উপস্থিতি কম থাকার অভিযোগে ১১ শিক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়নি।

পরীক্ষা স্থগিত করার বিষয়ে আইই‌আর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ১১ জনের পরীক্ষা না নিলে অন্যরা পরীক্ষা দেবে না, সেটা তারা আগে বলেনি। আর তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফরম ফিল‌আপ করতে পারেনি। তাদের যদি পরীক্ষা নিতে হয়, তাহলে আবার ফরম ফিল‌আপ করতে হবে। এ বিষয়টা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে ঘোষণার জন্য পাঠিয়েছি। এটা প্রক্রিয়া করতে সময় লাগবে না? এখন কয়দিন লাগবে সেটা তো আমরা জানি না। তাই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছি। কিন্তু এর মানে এই নয় যে পরীক্ষা বাতিল, আমরা স্থগিত করেছি। এই প্রক্রিয়া হয়ে গেলেই পরীক্ষা নেওয়া হবে।’

তবে হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক। প্রক্টরের সুপারিশেরও তোয়াক্কা করেনি আইই‌আর কর্তৃপক্ষ। পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর শিক্ষার্থীদের আবেদনপত্র পাঠানোর কথা থাকলেও সেটা পাঠায়নি ইন্সটিটিউট। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুই‌য়াঁ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বুধবার কলা অনুষদের ডিন কার্যালয়ে আইই‌আরের পরিচালক ও শিক্ষকদের সঙ্গে মিটিংয়ে বসেছিলাম। মানবিক আবেদন বিবেচনায় সবাইকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছিলাম আমরা। আইই‌আর পরিচালক ও প্রক্টরের মাধ্যম দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর শিক্ষার্থীদের একটি আবেদনও পাঠিয়েছিলাম।'

তবে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমীর মোহাম্মদ মূছা বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, 'শিক্ষার্থীদের পাঠানো আবেদনপত্র এখনও হাতে পাইনি। তাছাড়া ইন্সটিটিউটের পক্ষ থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি। আমাদেরকে জানালে তাৎক্ষণিক ব্যাবস্থা নিতে পারতাম।' 

এদিকে আন্দোলন করে পরীক্ষা নিতে বাধ্য করার কারণেই শিক্ষার্থীদের জীবন নিয়ে ‘ছিনিমিনি করা হচ্ছে’ বলে মনে করছেন ইন্সটিটিউটটির শিক্ষার্থীরা। পরিচালকের কক্ষে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। 

আইই‌আরের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ মিরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একটি সম্মিলিতসহ প্রত্যেকেই পৃথক পৃথক আবেদনপত্র পাঠিয়েছিলাম। সেটা আইই‌আর পরিচালকের মাধ্যমে নিয়ন্ত্রক দপ্তরে যাওয়ার কথা। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক সেটা পায়নি।'

ভুক্তভোগী এই শিক্ষার্থী বলেন, 'শিক্ষকরা দায়িত্বে অবহেলা করেন। আমরা এসব নিয়ে আন্দোলন করেছি বলেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি করছে। গতকাল পরিচালকের দপ্তরে নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে।' 

প্রসঙ্গত, দীর্ঘদিন আন্দোলনের পর গত বুধবার চবির আইই‌আরের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিতির হার কম থাকায় ১১ শিক্ষার্থীকে ফরম ফিল‌আপ করতে দেওয়া হয়নি। আন্দোলনের কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে পরীক্ষা বর্জন করেন অন্য শিক্ষার্থীরা। সহপাঠীদের ছাড়া তারা পরীক্ষা দেবে না বলে ঘোষণা দেয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!