X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চা শ্রমিকদের মাঝে শাবির স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

শাবি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ২১:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২১:০৮

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিলদারপুর টি এস্টেটে ১০০টি পরিবারের মাঝে কম্বল ও ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান।’

২২ জানুয়ারি (শুক্রবার) বিকালে সংগঠনটির প্রচার সম্পাদক মাইবাম দর্পণ সিংহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শীতবস্ত্র বিতরণের এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের মতো এ বছরও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর জন্য ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান’ আয়োজনের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিলদারপুর টি এস্টেটে প্রথম ধাপে ১০০টি পরিবারের মধ্যে নতুন কম্বল এবং প্রায় ৬০০ জন চা শ্রমিকের মাঝে সংগ্রহকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া শীঘ্রই ২য় ধাপে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক বিবেক রায় বলেন, ‘স্বপ্নোত্থান তার জন্মলগ্ন থেকেই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি। আয়োজনে সকলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের সহযোগিতায় আমরা প্রথম ধাপের বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’

স্বপ্নোত্থানের সভাপতি মো: মোছাদ্দেক হাসান বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পরেও সকলের সহযোগিতায় আমরা এবারের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পন্ন করতে পেরেছি। বিভিন্ন স্থানে আমাদের স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে না পারলেও, অনেকে নিজ উদ্যোগে ভার্সিটি গেটে রাখা আমাদের উষ্ণতার বাক্সে কাপড়গুলো পৌঁছে দিয়েছেন। স্বপ্নোত্থানের এই আয়োজনে পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায়, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবেছরের মতো এ বছরও দীর্ঘ একমাস ধরে সিলেট শহর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতবস্ত্র সংগ্রহ করে করে সংগঠনটি। পাশাপাশি শীতবস্ত্র বিতরণের জন্য সংগঠনটির পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!