X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আবাহনীর তিনে তিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৮:১৭আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৮:২৫

ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে জোড়া গোল পেয়েছিলেন জুয়েল রানা। এরপর আর গোলের দেখা পাননি এই উইঙ্গার। প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জাল খুঁজে পেলেন তিনি। জুয়েলের দৃষ্টিনন্দন গোলেই আবাহনী হ্যাটট্রিক জয়ের দেখা পেয়েছে। আজ শনিবার মারিও লেমসের দল ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আবাহনীর টানা তৃতীয় জয়ের বিপরীতে পুরনো ঢাকার দলটি দেখলো দ্বিতীয় হার।

আবাহনীর নিয়মিত একাদশের দুজন খেলোয়াড় ছিলেন না। অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন ও ব্রাজিলিয়ান অগাস্তো খেলেননি। তারপরও আক্রমণে কমতি ছিল না আকাশি-নীলদের। আধিপত্য ধরে রেখে খেলেছে। কিন্তু তাদের গোল পেতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। থাকতে হয়েছে অপেক্ষায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও গোল হয়নি। ম্যাচের ২৩ মিনিটে মামনুলের ফ্রি কিক থেকে বেলফোর্টের ব্যাক হেড ক্রিস রেমি বিপদমুক্ত করেন। কিন্তু এ সময় আাবাহনীর খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি তুললেও রেফারি মিজানুর রহমান সাড়া দেননি। একটু পরই মামুনুলের কর্নার থেকে নাসিরউদ্দিনের হেড পোস্টের বাইরে দিয়ে যায়।

২৮ মিনিটে মামুনুলের কর্নারে তোরেসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সতীর্থের ক্রস থেকে তোরেসের শট গোলকিপারের হাত ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় আবাহনীকে। প্রতিআক্রমণে ওঠে রহমতগঞ্জ ৩৮ মিনিটে ফ্রি কিক থেকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। বক্সের প্রান্ত থেকে তাজিকিস্তানের দিলশদ ভাসিয়েভের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর ডিফেন্ডার রায়হান হাসান ও ফরোয়ার্ড জুয়েল রানা বদলি নামেন। প্রতিপক্ষকে চাপে রেখে আক্রমণও অব্যাহত থাকে। যদিও গোল এসেছে ৭৯ মিনিটে। দুই বদলি খেলোয়াড়ের সমন্বয়ে ডেডলক ভেঙেছে আবাহনী। রায়হানের লম্বা থ্রো-ইনে বেলফোর্টের ব্যাক হেড থেকে ছোট বক্সের প্রান্ত থেকে অরক্ষিত অবস্থায় থাকা জুয়েলের হেড জাল খুঁজে নেয়।

যোগ করা সময়ে সাদ উদ্দিনের জোরালো শট গোলকিপারের হাতে জমে গেলে ব্যবধান বাড়ানো হয়নি আবাহনীর। ব্যবধান না বাড়লেও ৩ পয়েন্ট নিয়ে ঠিকই মাঠ ছেড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!