X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কিষাণ প্যারেডে থাকবে ২৫ হাজার ট্রাক্টর: কৃষক ইউনিয়ন

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:২৩

ভারতে নয়া কৃষিনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসে কিষান প্যারেড নামের র‍্যালিতে উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড থেকে ২৫ হাজার ট্রাক্টর অংশ নেবে। শনিবার ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

কৃষক নেতা জানান, দুটি রাজ্য থেকে ট্রাক্টর নিয়ে কৃষকরা উত্তরপ্রদেশে গেটের দিকে আসার সময় বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিচ্ছে। তবে যে কোনও মূল্যে কৃষকরা র‍্যালিতে অংশগ্রহণ করবেন।

রাকেশ টিকাইত বলেন, প্রায় ২৫ হাজার ট্রাক্টর এখানে আসবে। প্রজাতন্ত্র দিবসে এখানে ট্রাক্টর র‍্যালি আয়োজন করা হবে। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও কৃষকরা র‍্যালি করবেন।

তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক ব্যক্তিকে র‍্যালিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

কৃষক নেতা অভিযোগ করেছেন, জেলা প্রশাসনের পক্ষ কৃষকদের নোটিশ পাঠানো এবং চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে করে তারা র‍্যালিতে অংশগ্রহণ না করেন। করোনাবিধি এবং ১৪৪ ধারার কথা বলা হচ্ছে কৃষকদের।

রাকেশ বলেন, র‍্যালির রুট নির্ধারণ করবে উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানার পুলিশ। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সংযুক্ত কিষাণ মোর্চা তা প্রকাশ করবে।

এদিকে, কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুলকুমার অঞ্জন বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছি। বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে ৬০ হাজার ট্রাক্টর। এছাড়া দেশজুড়ে ১৯৪টি জেলায় একই সঙ্গে ট্রাক্টর মিছিল হবে।’

 

/এএ/
সম্পর্কিত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বশেষ খবর
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
মজুতদারি ও কারসাজি বন্ধে বাজার পরিদর্শন চলবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার