X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কিষাণ প্যারেডে থাকবে ২৫ হাজার ট্রাক্টর: কৃষক ইউনিয়ন

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৮:২৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৮:২৩

ভারতে নয়া কৃষিনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবসে কিষান প্যারেড নামের র‍্যালিতে উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ড থেকে ২৫ হাজার ট্রাক্টর অংশ নেবে। শনিবার ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত এই তথ্য জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

কৃষক নেতা জানান, দুটি রাজ্য থেকে ট্রাক্টর নিয়ে কৃষকরা উত্তরপ্রদেশে গেটের দিকে আসার সময় বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিচ্ছে। তবে যে কোনও মূল্যে কৃষকরা র‍্যালিতে অংশগ্রহণ করবেন।

রাকেশ টিকাইত বলেন, প্রায় ২৫ হাজার ট্রাক্টর এখানে আসবে। প্রজাতন্ত্র দিবসে এখানে ট্রাক্টর র‍্যালি আয়োজন করা হবে। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতেও কৃষকরা র‍্যালি করবেন।

তিনি আরও বলেন, কোনও রাজনৈতিক ব্যক্তিকে র‍্যালিতে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না।

কৃষক নেতা অভিযোগ করেছেন, জেলা প্রশাসনের পক্ষ কৃষকদের নোটিশ পাঠানো এবং চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে করে তারা র‍্যালিতে অংশগ্রহণ না করেন। করোনাবিধি এবং ১৪৪ ধারার কথা বলা হচ্ছে কৃষকদের।

রাকেশ বলেন, র‍্যালির রুট নির্ধারণ করবে উত্তরপ্রদেশ, দিল্লি ও হরিয়ানার পুলিশ। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর সংযুক্ত কিষাণ মোর্চা তা প্রকাশ করবে।

এদিকে, কিষাণ সভার সাধারণ সম্পাদক অতুলকুমার অঞ্জন বলেছেন, ‘আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে ফেলেছি। বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে ৬০ হাজার ট্রাক্টর। এছাড়া দেশজুড়ে ১৯৪টি জেলায় একই সঙ্গে ট্রাক্টর মিছিল হবে।’

 

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!