X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন আজ

খুলনা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৯

খুলনায় দেশের প্রথম ডিজিটাল ভূমি তথ্য ব্যাংকের উদ্বোধন হবে আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি)। খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও সহজ এবং এতে স্বচ্ছতা আনার জন্য খুলনা ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে অ্যাপস ও ওয়েবসাইট তৈরি করেছে জেলা প্রশাসন। যা খাস জমি দখল বন্ধ করতে ও সাধারণ মানুষের সেবা প্রদানকে আরও সহজ করবে।

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার বেলা ১২টায় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই অ্যাপস ও ওয়েবসাইটের উদ্বোধন করবেন। ২০১৯ সালে খুলনায় ডিজিটাল ভূমি তথ্য ব্যাংক তৈরির উদ্যোগ নেয় খুলনা জেলা প্রশাসন। সেই থেকে জমির ও স্থাপনার বর্তমান ছবি, তার খতিয়ান সকল কিছুর ডাটাবেজ তৈরি করা হয়।

উপজেলা পর্যায়ের ভূমি অফিসগুলো ডাটা অ্যান্ট্রির কাজ করছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রতিটি খাস জমির ছবি তুলে, তারা দলিলপত্রসহ সকল কিছুর ডাটাবেজ যেমন করা হয়েছে। তেমন প্রতিটি খাস জমিতে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস পাইকগাছার সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘ইতোমধ্যে উপজেলার খাস-জমি, হাট-বাজার, জলমহাল ও বালু মহাল এবং অর্পিত সম্পত্তির ছবি, দলিল ও সকল তথ্য ডাটা অ্যান্ট্রির কাজ সম্পন্ন করেছি। ফলে ওয়বসাইটে গেলে এই তথ্যগুলো একবারে পেতে পারবেন। এখান থেকে আপনি কাঙ্খিত সেবা চেয়েও আবেদন করতে পারবেন।’

খুলনা জেলা প্রশাসনে নিজস্ব অর্থায়নে এই অ্যাপস ও ওয়বসাইট তৈরি করেছে। বেসরকারি একটি সফটওয়্যার কোম্পানির সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে বলে জানান খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউর রহমান।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘এতে চার ধরনের কাজ হবে: সনা বন্দোবস্ত এর তথ্য পাওয়া যাবে, হাট-বাজার ইজারা নবায়নের আবেদন করা যাবে, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা ডিজিটাইলজেশন হবে, কর্মকর্তা ও কর্মচারীদের কাজেও গতিশীলতা আসবে। এছাড়াও ভূমি দখল বন্ধও এটি সহযাগিতা করবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!