X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে তৈরি হবে স্যামসাং ব্র্যান্ডের এসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ২১:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:৪৭

বিশ্বখ্যাত ব্র্যান্ড স্যামসাংয়ের এয়ার কন্ডিশনার (এসি) এখন থেকে তৈরি হবে বাংলাদেশে। বুধবার (২৭ জানুয়ারি) নরসিংদীর ফেয়ার ইলেকট্রনিকসের কারখানায় এসি নির্মাণ প্ল্যান্টের উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.), কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকারের বলিষ্ঠ পরিচালনায় সমগ্র বাংলাদেশ এখন শতভাগ বিদ্যুতের আওতাধীন। বাংলাদেশের মানুষের ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা ও বিদ্যুতের সহজলভ্যতার কারণে দেশে মোবাইলফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় দেশের ভোক্তা সাধারণের মানসম্পন্ন পণ্যের চাহিদা পূরণে ফেয়ার ইলেকট্রনিক্স স্যামসাং মোবাইলফোন, টিভি, ফ্রিজ কারখানার পাশাপাশি স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করছে, যা দেশে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, তেমনই দেশের অর্থনীতিতেও অবদান রাখবে। 

জুনাইদ আহ্‌মেদ পলক স্যামসাং মোবাইল ফোন ও ইলেকট্রনিকস কারখানা পরিদর্শন করেন।  তিনি শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও কারখানা এলাকার ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, ‘ফেয়ার ইলেকট্রনিকসের কারখানায় এখন স্যামসাং এয়ার কন্ডিশনারসহ স্যামস্যাং পণ্য উৎপাদন হচ্ছে, যা বাংলাদেশের প্রযুক্তি শিল্পে অনবদ্য অবদান রাখবে। স্যামসাংয়ের মোবাইল ফোন ও ইলেকট্রনিকস কারখানা যেমন বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করছে, তেমনই ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি করছে।’

তিনি বলেন,  ‘আমরা আশা করি, তারা ভবিষ্যতে দেশের রফতানিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। স্যামসাং ও ফেয়ার ইলেকট্রনিকসসহ প্রযুক্তি শিল্পের বিনিয়োগকারীদের জন্য আমাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে।’

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, ‘দেশের ভোক্তাদের সাধ এবং সাধ্যের বিষয়টি প্রাধান্য দিয়ে আমরা স্যামসাং এয়ার কন্ডিশনার তৈরি শুরু করছি।  এই কারখানা থেকে উৎপাদিত স্যামসাং এয়ার কন্ডিশনার যেমন সাশ্রয়ী মূল্যে দেশের জনগণ কিনতে পারবে, তেমনই ভবিষ্যতে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখবে।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ