X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে নির্বাচনি সহিংসতায় আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২১:১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে হামলা, গোলাগুলি ও একজনের প্রাণহানির মতো দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ ও আহ্বান জানানো হয়।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্র থেকে বিরোধী দলের এজেন্টদের বের করে দেওয়া বা ঢুকতে বাধা দেওয়া হয়। কেন্দ্রের প্রবেশ পথসহ আশেপাশের এলাকা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা, গোপন বুথে অবাঞ্চিত ব্যক্তির উপস্থিতি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণের মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এরপরও নির্বাচন কমিশন কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে সরকার সমর্থকদের পেশি শক্তির প্রদর্শনী পুরো নির্বাচন পরিস্থিতিকে প্রভাবিত করেছে। সহিংসতার পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে কমে যায় বলে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনেও নানা সহিংসতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো থেকে আসকের সংগৃহীত তথ্য অনুযায়ী, কেবল জানুয়ারি মাসে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আহত হয়েছেন ২০৯ জন। নিহত হয়েছেন ৫ জন। ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় আহত হয়েছেন ১৭৬ জন এবং নিহত হয়েছেন ২ জন। পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে আহত হয়েছেন ১৬২ জন এবং নিহত হয়েছেন ৩ জন।’

দুঃখজনক হচ্ছে, কোনও ক্ষেত্রেই কমিশনকে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের সময় ভোট প্রদানের অনুকূল পরিবেশ তৈরি, কিংবা নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে দেখছি না। বরং তাদের নানা মন্তব্য জাতীয় এ প্রতিষ্ঠানটির প্রতি আস্থাহীনতার সংকটকে সামনে নিয়ে আসছে বলে আমরা মনে করছি। আসক জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে একটি সুষ্ঠু ও উপযোগী নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে কমিশনকে যথাযথ সহযোগিতা প্রদানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা