X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দেয়াল ভাঙার সময় শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৮:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:৩১

হবিগঞ্জ হবিগঞ্জের বানিয়াচঙ্গে দেয়াল ভাঙার সময় কাটার ম্যাশিনে গলা কেটে যাওয়ায় রাবিদ মিয়া (১৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। রাবিদ উপজেলার আদমখানি গ্রামের আতাবউল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাবিদ ও তার সহকারীরা বুধবার বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা দাখিল মাদ্রাসায় দেয়াল কাটার কাজ করছিল। কাজের এক পর্যায়ে অসাবধানতাবশত দেয়াল কাটার ম্যাশিনটি তার গলায় এসে পড়ে। এতে তার গলার একাংশ কেটে যায়। পরে তার সহকারীরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চিলাপাঞ্জা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’

রাবিদের সহকারী নাঈম ইসলাম জানান, ‘আমি রুমের ভেতকে কাজ করছিলাম, তখন হঠাৎ লোকজনের চিৎকার শুনে বাইরে এসে গলাকাটা অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘নিহতের বিষয়টি লোকমুখে শুনেছি।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র