X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আ.লীগ সভাপতির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করায় নেতাকর্মীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ০০:৫২আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০০:৫৪

নেত্রকোনা নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় মতিয়ার রহমানের সাতপাইস্থ বাসভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মাদ খান পাঠান বিমলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওবাদুল হক রতন, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক  সানোয়ার হোসেন ভূইয়া , কৃষি বিষয়ক সম্পাদক দীপক ধরগুপ্ত  সমাজ  কল্যাণ সম্পাদ মনোয়ার হোসেন সুজন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, অ্যাডভোকেট অসীত সরকার সজল, দীপায়ন সরকার প্রমুখ।

এ সময় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, ‘সামছুজ্জোহার বিরুদ্ধে একাত্তরে নানান অপকর্মের অভিযোগ আছে। তিনি ব্যাংক লুট করেছিলেন। তিনি মানসিক রোগী। তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সর্ম্পকে কটূক্তি করার কারণে জেলা আওয়ামী লীগ সভাপতির পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। তিনি কিছু লোকের ইন্দনে এ অভিযোগ করেছেন।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান খান কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমি আমার জীবন দলের জন্য বিলিয়ে দিয়েছি। দেশরত্ন শেখ হাসিনা আমার কাজে সন্তুষ্ট হয়ে জেলার সভাপতির দায়িত্ব দিয়েছেন। যুদ্ধকালীন সময়ে আমি মাটির নিচে লুকিয়ে থেকেছি। আমার পরিবারের ওপর অত্যাচার হয়েছিল। আমি সভাপতি হওয়ার কারণে সামছুজ্জোহা আমার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনো আছে।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাধীনতার সময় কোনও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিন্দা ও জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সামছুজ্জোহা।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ