X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্যানেল মেয়রের নেতৃত্বে সরকারি গাছ কাটার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৬, ০১:২৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ০১:৩১

শরীয়তপুর শরীয়তপুরের জাজিরা পৌরসভার প্যানেল মেয়র সিরাজুল কবিরাজের নেতৃত্বে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। জানা গেছে, তার নেতৃত্বে জাজিরা-নড়িয়া সড়কের পাশে থাকা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের ৩০ বছরের পুরনো ২টি কড়ই গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পর গাছগুলো উদ্ধার করে থানায় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে রহস্যজনক কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর।

সরজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের আওতাধীন জাজিরা-নড়িয়া সড়কের দুই পাশে সারি সারি কয়েক শতাধিক কড়ই গাছ রয়েছে। প্রায় ৩০ বছর আগে এগুলো রাস্তার দুই পাশে রোপণ করা হয়। এর মধ্য থেকে ২টি গাছ নিজেদের লাগানো দাবি করে প্যানেল মেয়র ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিল সিরাজুল কবিরাজের ছেলে মতি কবিরাজ গাছগুলো কেটে নেয়। মঙ্গলবার বিকাল পর্যন্ত একটি গাছের অর্ধেক অংশ বাড়িতে নিয়ে যান। সংবাদ পেয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুকুল কুমার মৈত্র পুলিশ পাঠিয়ে গাছ বাকি গাছ কাটা বন্ধ করে দেন। কিন্তু বুধবার সকালে সিরাজুল কবিরাজ নিজে উপস্থিত থেকে পুনরায় গাছ কাটা শুরু করেন।

খবর পেয়ে সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলে তিনি বলেন, স্থানীয় প্রশাসন, বন বিভাগসহ সবার অনুমতি নিয়ে গাছগুলো কাটা হচ্ছে।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সঙ্গে কথা বললে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

পরে দুপুরে জাজিরা থানা পুলিশ গাছগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল কবিরাজ বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই আমি গাছ কেটেছি। এখন যেহেতু ঝামেলা হয়েছে, তাই গাছ থানায় পাঠিয়ে দিচ্ছি।’

উপজেলা বন বিভাগের ফরেস্টার সুধীর কুমার দেব শংকর বলেন, ‘সরকারি কোনও গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু গাছ কাটার জন্য আমাদের কাছে কেউ কোনও আবেদনও করেননি।’

এ বিষয়ে জাজিরা উপজেলা প্রকৌশলী বিমলেন্দু সরকার বলেন, ‘গাছগুলো পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। আমি অভিযুক্তদের সঙ্গে কোনও ঝামেলায় যেতে চাইনা। তাই তাদের বিরুদ্ধে মামলা করবো না।’

জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, ‘আমি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। আশা করি, তারা খুব দ্রুত ব্যবস্থা নেবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী