X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

জাককানইবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৫৮

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে দুর্বৃত্তদের হামলায় বাসের চালকসহ ছয় শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) বিকালে ওই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ শহরে যাওয়ার পথে শহরের বাউন্ডারি রোড এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস একটি অটোরিক্সাকে সাইড না দিলে অটোরিক্সায় থাকা দুর্বৃত্তরা বাসে হামলা চালায়। এতে বাসের জানালার কাঁচ ভেঙে ছয় শিক্ষার্থী আহত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে।
বাসে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবিতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ শহরের গাঙ্গিপাড় মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শুক্রবার সকাল ১০টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে পুলিশ আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসে।
এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাহিদুল কবীর, সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, সহকারী অধ্যাপক প্রণব কুমার মণ্ডল এবং প্রভাষক সঞ্জয় কুমার মুখার্জি উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা শিক্ষার্থীদের বাসে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়েরর প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় আমরা দ্রুত বিচার আইনে মামলা নিয়েছি। শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করব।’

/টিআর/

সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস