X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর শিক্ষা, কোথাও সাহায্য চাইবেন না: বনমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ২১:০৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২১:০৬

কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন পরিবেশ ও বনমন্ত্রী প্রধানমন্ত্রীর শিক্ষা, কোথাও সাহায্য চাইবেন না। যতটুকু প্রয়োজন, আমাকে বলবেন। পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনীতে যারা আছেন তারা আমাদের সন্তান। তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। শুক্রবার (৯ ডিসেম্বর) পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গী-সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘জঙ্গিদের মেরুদণ্ড আমরা ভেঙে দিয়েছি। তাদের মাথা তুলে দাঁড়ানোর শক্তি নেই। জঙ্গিরা কোনও বিশেষ ধর্মের লোকদের হত্যা করে না, তারা সব ধর্মের মানুষই হত্যা করছে।’ তিনি আরও বলেন, ‘এই তথাকথিত জঙ্গিবাদ আমাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ। জনগণকে সঙ্গে নিয়ে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই আমরা এদের নির্মূল করতে সক্ষম হব।’
মাদকের সাথে অপরাধের সম্পৃক্ততার কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘ছোটবেলা থেকেই সবাইকে মাদকের ভয়াবহতার কথা জানাতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, পিরোজপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক প্রমুখ।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী