X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ০৪:৩৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০৪:৩৫

মামলা রাজশাহী মহানগরীর চন্ডিপুর এলাকায় প্রতিবন্ধী শিশু এ্যানি খাতুনের (১১) লাশ উদ্ধারের ঘটনায় মামলা করেছে  চাচা স্বপন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ্যানিকে প্রথমে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষক ধর্ষণের ঘটনা চাপা দিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

এদিকে রাজশাহী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনার পরে নিহতের চাচা স্বপন রাজপাড়া থানায় এসে মামলা করেছেন। হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না।’

নিহতের চাচা ও হত্যা মামলার বাদী স্বপন জানান, ‘হত্যাকারীরা হত্যা করে লাশ নির্জন স্থানে ফেলে চলে গেছে। আমি এ হত্যকান্ডের সুষ্ঠ বিচার চাই। আর যেনো এরকম হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে।’

এ্যানির চাচী বুলবুলি খাতুন বলেন, ‘মেয়েটি মা ও বাবা ছাড়া কোনও কথা বলতে পারে না। মাঝে মধ্যেই এভাবে হারিয়ে যেত। আবার খুঁজে আনতাম। তার বাবা মারা যাওয়ার পর মা ঢাকায় চলে যায়। দাদার বাড়িতে এ্যানি তার কাছেই থাকতো।’

উল্লেখ, নিখোঁজের দুই দিন পর গত ৮ ডিসেম্বর রাজশাহী নগরীর চন্ডিপুর এলাকা ওই মানসিক প্রতিবন্ধী কিশোরী এ্যানি খাতুনের (১১) লাশ উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মৃত গোলাম মোহাম্মদ রতন আলীর মেয়ে। পরে তার লাশ ময়নাতন্তেন জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর তার লাশের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?