X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

জুড়ীর ইউএনও’র ফোন নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি
০২ জানুয়ারি ২০১৭, ০৯:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ০৯:২৫

মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাছির উল্ল্যাহ খানের মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

গত ৩০ ডিসেম্বর মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে ইউএনও নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ইউএনও’র মুঠোফোন নম্বর ক্লোন করে দুর্বৃত্তরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের কাছে ফোন করে এ চাঁদা দাবি করে।

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ ও সাগরনাল ইউপির চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইউএনওর মুঠোফোন থেকে তাদের কাছে ফোন আসে। এ সময় অপর প্রান্ত থেকে টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্প বরাদ্দ দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এক পর্যায়ে কণ্ঠস্বর শুনে সন্দেহ হলে ইউএনওর কার্যালয়ে যোগাযোগ করি। পরে বুঝতে পারি বিষয়টি ভুয়া।’

জুড়ীর ইউএনও মোহাম্মদ নাছির উল্ল্যাহ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই তিন দিন আগে বিভিন্ন ইউপির চেয়ারম্যান আমার কার্যালয়ে যোগাযোগ করে মুঠোফোনে তাদের কাছে চাঁদা দাবির বিষয়টি জানান। পরে বিষয়টি আমি জেলা প্রশাসক ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) অবহিত করেছি।’

জুড়ি থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম বলেন, ‘এ ব্যাপারে ইউএনওর পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায় স্থগিতের আবেদন
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
উপকূলের আরও কাছে রিমাল, গতিবেগ ঘণ্টায় ১২০ কিমি
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
৯ নম্বর মহাবিপদ সংকেত: চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় রিমালভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
ব্যক্তি পর্যায়ের কর হার বাড়বে
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
‘তুফান’র গানে প্রীতম, আছেন পর্দায়ও!
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান