X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন কেএসআরএমের ১ হাজার কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৪, ১৮:০৩আপডেট : ২৫ মে ২০২৪, ১৮:০৩

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এসেছেন দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে শনিবার (২৫ মে) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও কেএসআরএমের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে কেএসআরএমই দেশের প্রথম শিল্পগ্রুপ হিসেবে তাদের কর্মকর্তা-কর্মচারীদের পেনশন স্কিমের আওতায় এনেছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন। 

কেএসআরএম কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছেন। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে এর আওতায় আসবেন। কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা-কর্মকারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে।  

অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও কেএম রফিকুল ইসলাম, কেএসআরএমের পরিচালক (প্ল্যান্ট) কমোডর (অব.) এমএস করিব, উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান ও মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। এছাড়া কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও কেএম রফিকুল ইসলাম বলেন, ‘কেএসআরএম কর্তৃপক্ষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন স্কিম চালু করতে যে আর্থিক সহযোগিতা দিয়েছে, তা সারাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে প্রতিষ্ঠানে কর্মরতদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পথ সুগম হলো। পাশাপাশি দেশের প্রথম শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএমে কর্মরতরা পেনশন স্কিমের আওতায় এসেছেন। আশা করছি, ভবিষ্যতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং কেএসআরএম জনহিতকর যেকোনো কাজ একসঙ্গে করবে।’

এ প্রসঙ্গে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, ‘আমরা সরকারের যেকোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে। আগামীতেও এমন সব কাজের অংশীদার হবে কেএসআরএম।’

/এএম/ 
সম্পর্কিত
কোরবানি ঘিরে লবণ নিয়ে স্বস্তিতে কাঁচা চামড়ার আড়তদাররা
সর্বজনীন পেনশন স্কিমে ৩ লাখের বেশি নিবন্ধন
এবার লকার থেকে গায়েব হওয়া স্বর্ণের মালিকের বিরুদ্ধে থানায় জিডি
সর্বশেষ খবর
এক পশুর হাটেই কেসিসির আয় সোয়া ২ কোটি টাকা
এক পশুর হাটেই কেসিসির আয় সোয়া ২ কোটি টাকা
‘৬ ঘণ্টায় বর্জ্য অপসারণে কাজ করছেন ডিএনসিসির ১০ হাজার কর্মী’
‘৬ ঘণ্টায় বর্জ্য অপসারণে কাজ করছেন ডিএনসিসির ১০ হাজার কর্মী’
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু
যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু
কোরবানির পশুর হাড়-মাংস আলাদা করতে গিয়ে আহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানেকোরবানির পশুর হাড়-মাংস আলাদা করতে গিয়ে আহত শতাধিক
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!