X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এমপি লিটনের খুনিদের ফেলে যাওয়া ক্যাপ সিআইডিতে

গাইবান্ধা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৭, ০২:৩৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ০২:৫০

গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন

গাইবান্ধা-১ আসনের নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের বাড়ি থেকে একটি কালো ক্যাপ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এমপি লিটনকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার  সময় আততায়ীদের কারও মাথা থেকে ক্যাপটি পড়ে যায় বলে ধারণা পুলিশের। এজন্য ক্যাপটির ডিএনএ টেস্ট করাতে ঢাকায় সিআইডি’র ফরেনসিক ল্যাবে পঠানো হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমপি লিটনের বাড়ির সামনে থেকে পাওয়া কালো রংয়ের ক্যাপটি ডিএনএ টেস্টের জন্য ঢাকায় সিআইডি’র ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পরে সন্দেহভাজন কেউ গ্রেফতার হলে সেটা মিলিয়ে দেখা সহজ হবে।’

এছাড়া খুনিদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেলের তথ্যও পেয়েছে পুলিশ। মোটর সাইকেল দুটির নম্বর প্লেট রংপুর থেকে নিবন্ধিত। এই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অনুসন্ধান শেষে এগুলোর মালিককেও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ২৭জনকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্যে ২১ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির ও আল্লাহর দলের সদস্য।

গ্রেফতারকৃতরা হচ্ছে মহসিন আলী (৬৫), সিরাজুল ইসলাম (৫৫), রাতুল ইসলাম (২২), লাল মিয়া (৪৫), আইয়ুব আলী (৫০), আলম মিয়া (৪৮), সানু মিয়া (২৮), ভুট্টু মিয়া (৪০), আমজাদ হোসেন (২৮), রুবেল মিয়া (১৮), আজিজুর রহমান (৫৫), গোলাম মোস্তফা (৩৮), মাহাতাব হোসেন (৩২), হাফিজ উদ্দিন (৩৬), মোজাম্মেল হক (৫০), নুরুন্নবী (৪৫), গোলাম বারী (৩৮), মমিন উদ্দিন (৩৭), আব্দুল মালেক (৩৮), মঈন উদ্দিন (৩৭) ও আব্দুল খালেক (৩০)। 

লিটনের সন্তানকে ঢাকায় পুলিশি নিরাপত্তা : এদিকে, লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি এবং তার একমাত্র সন্তান রাতিন ঢাকায় ফুফুদের বাসায় অবস্থান করছে। রাতিন ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের এ লেভেলে পড়ছে। সন্তানের নিরাপত্তায় উদ্বিগ্ন লিটনের স্ত্রী স্মৃতি বিষয়টি গাইবান্ধার পুলিশকে জানালে তারা তার নিরাপত্তার বিষয়টি ঢাকার পুলিশকে অবহিত করেন। পরে সেখানে তার নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

/জেইউ/ টিএন/

আরও পড়ুন: এমপি লিটন হত্যা নিয়ে অনেক কথা, অনেক গল্প

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ