X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কার্গো ডুবি: স্রোতের কারণে কাছে যেতে পারছে না উদ্ধারকারী জাহাজ

মংলা প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১১:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৫৬

মংলা-ঘষিয়াখালি চ্যানেল তীব্র স্রোতের কারণে মংলা বন্দরের হিরন পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে এলাকায় ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটার জাহাজ ‘এমভি আইচগাতি’র (এম নং ১১৯৮৬) কাছে যেতে পারছে না কোনও উদ্ধারকারী জাহাজ।

মেসার্স কাজী আমজাদ হোসেন অ্যান্ড সন্স কোম্পানির স্বাত্ত্বাধীকারী ও ডুবন্ত লাইটার জাহাজ মালিক কাজী ফারুক হোসেন জানান, ‘ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধার করার মতো এ অঞ্চলে তেমন কোনও উদ্ধারকারী জাহাজ নেই। তাই চট্রগ্রাম থেকে বড় জাহাজ আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে কবে উদ্ধার কাজ শুরু হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালী উল্লাহ জানান, ‘ফেয়ারওয়ে বয়া বন্দরের মূল চ্যানেলে থেকে দুর্ঘটনাস্থল প্রায় ৮৫০ মিটার দূরে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বন্দরের চ্যানেল পুরোপুরি নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘মালিক পক্ষকে লাইটার জাহাজটি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছে। মালিক চাইলে যতটুকু সম্ভব উদ্ধাকারী জাহাজ দিয়ে সহযোগিতা করা হবে।’

সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম দাবি করেন, ‘কয়লাসহ লাইটার ডুবিতে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির কোনও আশঙ্কা নেই। দুর্ঘটনাটি বন্দরের চ্যানেল সংলগ্ন হওয়ায় দেখভালের দায়দায়িত্ব মংলা বন্দর কর্তৃপক্ষেরও।’

ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার মো. সোহেল রানা সাধারণ ডায়রিতে উল্লেখ করেছেন, ‘বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা মাদার ভ্যাসেল এমভি লেড়িমেরি থেকে এক হাজার মেট্রিক টন কয়লা বোঝাই করা হয়। এ কয়লা নিয়ে ছেড়ে আসার পথে মাদার ভ্যাসেল থেকে ১০ নটিক্যাল মাইল দূরে সমুদ্র উত্তাল ঢেউয়ের কবলে পড়ে লাইটার জাহাজটি। এ সময় তলা ছিদ্র হয়ে জাহাজটি ডুবে যায়।’

গত শনিবার কয়লা আমদানীকারক মেসার্স নোয়াপাড়া ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষে মার্কেটিং অফিসার এস এম অহিদ ইমাম ও লাইটার মালিক পক্ষের মাস্টার মো. সোহেল রানা মংলা থানায় পৃথক দুটি সাধরণ ডায়রির আবেদন করেছেন।

মংলা থানার সেকেন্ড অফিসার মো. মানজুর এলাহী জানান, ‘থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাইরে থাকায় জিডি দুটি গ্রহণ করতে দেরি হচ্ছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী