X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মার্চ ২০১৭, ১৯:৪১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:০৮

bongo

সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে নেতারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এছাড়াও ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও বরিশালের বাকেরগঞ্জ কলেজ, বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বরিশাল: বরিশালে যথাযোগ্য মর্যাদায় জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে নয়টায় নগরীর শহীদ সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতারা। এর পর পরই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতারা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও  মহানগর যুবলীগ, আওয়ামী আইনজীবী, আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, কৃষকলীগ, জেলা ও মহানগর মহিলালীগ, যুব মহিলালীগ, জাতীয় জেলা ও মহানগর শ্রমীকলীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। ৭ই মার্চ দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যলয়ে বিকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও জেলা সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ।

রাজশাহী: রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের নেতারা। এছাড়াও রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও সিটি কলেজ থেকে ছাত্রলীগের উদ্যোগে মহানগরে পৃথকভাবে শোভাযাত্রা বের করা হয়।

 এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 /জেবি/

আরও পড়তে পারেন: অ্যাপসেই পাওয়া যাবে রাবি সংশ্লিষ্টদের কন্টাক্ট নম্বর

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই