X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১
ভালুকায় নিহত ১০

অল্প খরচে বাড়ি ফিরতে বড় ঝুঁকি নেন নিম্ন আয়ের লোকজন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২৪ মার্চ ২০১৭, ২০:২৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:৪০

দুর্ঘটনা কবলিত ট্রাক

নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে বাস-ট্রাকের ছাদ বেছে নেন নিম্ন আয়ের মানুষরা। এতে নানান সময় দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের; তবু বাকিদের স্বভাব বদলায় না। অথচ একটু সচেতন হলেই এমন প্রাণহানি রোধ করা যেত। এক্ষেত্রে হাইওয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও কঠোর হওয়া জরুরি।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়িতে সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শিশু ও নারীসহ ১০ জন নিহত হন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গেলে স্থানীয়রা এসব কথা জানান।

শুক্রবারের দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে একজনের নাম আজিজুল হক। তার ছোটভাই শামসুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আজিজুল ঢাকায় গিয়ে ভ্যান চালাতো। অল্প খরচে বাড়ি ফিরতে গিয়ে পরিবারের আরও চার সদস্যদের সঙ্গে প্রাণ গেল তার। আজিজুলের মতো আর কেউ যেন একই ভুল না করে।’

ত্রিশাল বাস মালিক সমিতির নেতা আনম ফারুক বলেন, ‘ঢাকায় কাজ শেষে বাড়ি ফেরার সময় যাত্রীবাহী বাসে না উঠে মালবোঝাই ট্রাক বেছে নেন নিম্ন আয়ের মানুষরা। এতে কিছু টাকা সাশ্রয় হয় তাদের। কিন্তু প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘২০১১ সালে ত্রিশালের চেলেরঘাট এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে ১২ জন নিহত হন। এদের বেশিরভাগই হতদরিদ্র। এদের একটু সচেতন করা গেলেই এসব দুর্ঘটনা রোধ করা যেত।’ মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের এ বিষয়ে কঠোরভাবে আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টার বাড়ি এলাকার মুদি দোকানদার শামসুদ্দিন বলেন, ‘ঈদ আসলেই দেখা যায়, পোশাক শ্রমিকরা বাস-ট্রাকের ছাদে চড়ে বাড়িতে আসে। অল্প খরচে যাওয়ার জন্য যানবাহনের ছাদ বেছে নেয় তারা। এক্ষেত্রে পুলিশ বাধা দিলে ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত বন্ধ হয়ে যেত।

যানবাহনের ছাদে চড়ে চলাচলের সময় এ পর্যন্ত কী পরিমাণ মানুষ প্রাণ হারিয়েছেন, এ নিয়ে কোনও পরিসংখ্যান নেই হাইওয়ে ও ভালুকা থানা পুলিশের কাছে।

ভালুকার ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, ‘২৬ মার্চ উপলক্ষে ৩ দিনের ছুটি পেয়েছেন পোশাক শ্রমিকরা। এতে বাসে চাপ বাড়ায় যাত্রীদের অনেকেই ট্রাকের ছাদে করে গন্তব্যে যাচ্ছে। শুধু ২৬ মার্চ নয়, যে কোনও বড় ছুটিতে এভাবে যাতায়াত বেড়ে যায়, দুর্ঘটনাও ঘটে।’

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘ছাদে যাত্রী ওঠানোর ব্যাপারে চালকদের নিষেধ করা হয়। মামলাও করা হয়। কিন্তু চালকরা এসবে গ্রাহ্যই করে না।’

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বাস বা ট্রাকের ছাদে করে যাত্রীরা যাতে চলাচল না করে এ ব্যাপারে কঠোর হতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের সচেতন হওয়া বেশি জরুরি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা