X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন: কুমিল্লা সিটি কলেজ কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক স্থগিত

পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ১২:২৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১২:৫১

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের কুমিল্লা সরকারি সিটি কলেজের পুরুষ কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে এই কলেজের অন্য ভবনে নারী ভোট কেন্দ্রের ভোট গ্রহণ চলছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেন্দ্রের পাশে একটি ককটেল বিস্ফোরিত হওয়ায় ও দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করায় ভোট গ্রহণ স্থগিত করা হয়।

রিটার্নিং কর্মকর্তা কাজী রকিব উদ্দিন মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ককটেল উদ্ধারের ঘটনায় এ কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে।’

তবে কখন ভোট গ্রহণ শুরু হতে পারে সে বিষয়ে তিনি কিছুই বলেননি। ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই রিটার্নিং কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কেন্দ্রে উপস্থিত হন।
ককটেল বিস্ফোরণের পর কেন্দ্রে উপস্থিত বিজিবি সদস্যরা কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের কয়েকজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ককটেল বিস্ফোরণ হওয়ার পরপরই ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে প্রায় তিনশ ব্যালটে সিল মেরে বেরিয়ে যায়। পরে বা্ইরে হট্টোগোল শুরু হলে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।’ 

তারা আরও বলেন, ‘এ ঘটনায় কেন্দ্র থেকে শতাধিক ব্যালট ছিনতাই হয়ে যায়। পরে কেন্দ্রের বুথ থেকে ব্যালট বক্সগুলো সরিয়ে নেওয়া হয়।’
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৭৭২ জন। যার মধ্যে ভোট গ্রহণ স্থগিত হওয়ার আগ পর্যন্ত ৯০০ ভোট পড়েছে।’

এ সময় কেন্দ্রের বাইরে অসংখ্য ভোটারদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই