X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

একরাম হত্যা মামলার পরবর্তী শুনানি ৩০ এপ্রিল

ফেনী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১৯:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৯:১৭

একরাম হত্যাকাণ্ড

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২৩ এপ্রিল) ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক আট পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে এ দিন নির্ধারণ করেন। জেলা জজকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. হাফেজ আহমদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাড. হাফেজ আহমদ জানান, ‘মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪২ জন সাক্ষ্য দিয়েছেন। আজ (রবিবার) পুলিশের এসআই খোকন চন্দ্র দাস, কামরুল ইসলাম খান,সুনিল চন্দ্র দাস, বেলাল উদ্দিন, সাজ্জেদ কামাল, আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন ও গোলাম আযম  আদালতে সাক্ষ্য দেন।’

তিনি আরও জানান, আজ সকালে ৩৪ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় জামিনে থাকা ১২ জন আসামিও উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই মামলার ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের সঙ্গে কোনও না কোনভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১২ আসামি এখনো পলাতক রয়েছেন। ৫৬ আসামির মধ্যে একমাত্র বিএনপি নেতা মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হক একরামের ওপর সন্ত্রাসীরা হামলা করে। এসময় সন্ত্রাসীর তাকে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করেন। এই ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৮ আগস্ট ফেনী মডেল থানা পুলিশ ৫৬ জনকে আসামি করে এই মামলার চার্জশিট দাখিল করে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে