X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুকসুদপুরে পৌর মেয়র পদে আ.লীগ প্রার্থীর জয়

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০৬:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৭:১৪

বেসরকারি ফলাফলে মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। তিনি পেয়েছেন ছয় হাজার নয়শ ৭৫ ভোট। ১৭ বছর পর অনুষ্ঠিত এই পৌর নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মৃধা পেয়েছেন দুই হাজার ৪২ ভোট। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত জানিয়েছেন।
জানা গেছে, মামলাজনিত কারণে দীর্ঘ ১৭ বছর মুকসুদপুর পৌরসভায় কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেই জটিলতার অবসানের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া, কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী অংশ নেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার এবং নয়টি কেন্দ্রের জন্য নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। এছাড়া, দুই প্লাটুন বিজিবি ও র্যা বের দুইটি দল এবং সাতটি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল গোটা নির্বাচনে।’
উল্লেখ্য, মুকসুদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৪৮৮ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৪৯ জন। নয়টি কেন্দ্রের ৪৫টি বুথে ভোটগ্রহণ চলেছে সারাদিন।
আরও পড়ুন-
বিয়ানীবাজারে বিএনপি প্রার্থী এগিয়ে, চূড়ান্ত ফল স্থগিত
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

/টিআর/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী