X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র টেকে না: মাহবুব তালুকদার

বরিশাল প্রতিনিধি
১১ জুন ২০১৭, ১৮:৩০আপডেট : ১১ জুন ২০১৭, ১৯:১১

বরিশালে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার (ছবি- বরিশাল প্রতিনিধি)

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্টদের কারও গাফিলতি মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেশবাসী নয়; সারাবিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে থাকবে। ত্রিশ লাখ শহীদের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর এ দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা হতেই পারে না। মনে রাখতে হবে, নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র টেকে না।’

রবিবার (১১ জুন) দুপুর ১২টায় নগরীর বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের রোডম্যাপ অনুযায়ী আমরা প্রয়োজনীয় বিধি-বিধান সংস্কার এবং আসন-সীমানা নির্ধারণের উদ্যোগ নিয়েছি। এজন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ,  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সবার পরামর্শ নেবো।’

তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্টদের কারও গাফিলতি মেনে নেওয়া হবে না। নির্বাচনি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতেই হবে। কারণ, বিতর্কিত নির্বাচন করে আমাদের আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার কোনও মানে নেই।’

নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আমাদের আত্মমর্যাদার প্রতীক। আমরা বিদেশীদের কাছ থেকে এ ব্যাপারে কোনও সবক শুনতে চাই না। তারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন, থাকবেনও। কিন্তু আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য করতে হবে আমাদেরকেই। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার কোনও অবকাশ নেই। অবাধ সুষ্ঠ নির্বাচন করে আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য স্মার্টকার্ড খুবই প্রয়োজন। জাতীয় তথ্যভাণ্ডারের জন্য এটি গৌরবজনক ভূমিকা পালন করবে।’

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানসহ অনেকে।

স্মার্টকার্ডের গুরুত্ব নিয়ে অতিথিদের আলোচনা শেষে নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের হাতে স্মার্টকার্ড তুলে দিয়ে বরিশালে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন।

বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজের হাতে স্মার্টকার্ড তুলে দিচ্ছেন মাহাবুব তালুকদার (ছবি- বরিশাল প্রতিনিধি)

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ফ্রান্সের একটি কোম্পানি থেকে ৯ কোটি ব্লাঙ্ককার্ড আমদানি করে দেশীয় সফটওয়্যারের মাধ্যমে স্মার্টকার্ড তৈরি করা হয়েছে। এর মধ্যে তিন স্তরের ২৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। ১৩শ’ কোটি টাকার প্রকল্পে প্রথম পর্যায়ে ১০ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।

তারা আরও জানান, ইতোমধ্যে ৭৫টি প্রতিষ্ঠান তাদের পরিচয় নিশ্চিত করতে এ পদ্ধতি ব্যবহার করেছেন। এছাড়া আন্তর্জাতিক মান নিশ্চিতে এ স্মার্টকার্ড ২০টি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্টিফায়েড করা হয়েছে।

নির্বাচন কমিশনের বরিশাল অঞ্চলের নির্বাচনি কর্মকর্তা আব্দুল হালিম খান জানান, বরিশাল সিটি করপোরেশন এলাকায় স্মার্টকার্ড বিতরণের পর জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২ অক্টোবর প্রথম স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!