X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলায় লঞ্চ-ট্যাংকার সংঘর্ষ, আহত ৮

বরিশাল প্রতিনিধি
১৪ জুন ২০১৭, ০২:০১আপডেট : ১৪ জুন ২০১৭, ০২:১০

এমভি তাসরিফ-১ (ছবি- বরিশাল প্রতিনিধি)

বরিশালের কীর্তনখোলা নদীতে এমভি তাসরিফ-১ নামের ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী একটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আট যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) রাত ১০টার দিকে চরবাড়িয়া পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বরিশাল পুলিশের নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

যাত্রীদের বরাত দিয়ে এসআই শফিকুল ইসলাম জানান, এমভি তাসরিফ-১ প্রায় ৬শ’ যাত্রী নিয়ে রাত সোয়া ৯টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০টার দিকে লঞ্চটি কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে পৌঁছালে তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নৌযান দুটি বা যাত্রীদের বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আহত যাত্রীদের কারও অবস্থা গুরুতর নয় বলেও জানান তিনি।

বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকারও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘লঞ্চে আমাদের একজন কর্মকর্তাও রয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, লঞ্চ ও তেলের ট্যাংকারের মধ্যে সংঘর্ষ হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এছাড়া উভয় নৌযান বা যাত্রীদের বিশেষ কোনও ক্ষতি হয়নি।’

লঞ্চের যাত্রী বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহম্মেদ জানান, এমভি তাসরিফ-১ লঞ্চটির সার্চ-লাইট অচল ছিল। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও তারা তা আমলে না নিয়ে যাত্রীবোঝাই করে বরিশাল ঘাট ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরেই চরবাড়িয়া পয়েন্টে ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়। সার্চ-লাইটের মেরামতের জন্যে লঞ্চটি চরমোনাই ঘাটে ভেড়ানো হয়েছে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী