X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কে জনদুর্ভোগ বেড়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৭, ২২:২৮আপডেট : ২৩ জুন ২০১৭, ০০:০৪





ঢাকা-আরিচা মহাসড়ক। ছবি- প্রতিনিধি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দকে ভরে গেছে। বিভিন্ন স্থানে দেবে গেছে সড়ক পথের ডিভাইডারগুলো। কোথাও আবার রাস্তার খোয়া উঠে গর্ত হয়ে গেছে। ব্যস্ততম এ সড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার অর্ধেক দখল করে ড্রেন নির্মাণ কাজের মালামাল রাখা হয়েছে। যানবাহন চালক ও যাত্রীদের অভিযোগ, এতেই জনদুর্ভোগ বেড়েছে।



সরেজমিন গিয়ে দেখা গেছে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ব্রিজের সামনের ডিভাইডার এলাকায় রাস্তার বিভিন্ন স্থান দেবে উঁচু-নিচু হয়ে গেছে। উঁচুটিয়া পল্লী বিদ্যুতের কাছের ডিভাইডারেও একই অবস্থা। মুলজান বাসস্ট্যান্ড এলাকা, চেয়ারম্যান বাড়ি মোড় ডিভাইডারের সামনে, তরা টোলপ্লাজা এলাকায়, বানিয়াজুরী বাসস্ট্যান্ডের সামনে ও জোকা বাসস্ট্যান্ডের কাছে এবং একই সড়কের মহাদেবপুর এলাকায় ডিভাইডার সংলগ্ন রাস্তার অবস্থা বেশ নাজুক। সেখানে বিটুমিন জমে হয়ে উঁচু-নিচু হয়ে গেছে। 

অন্যদিকে, বরংগাইল বাসস্ট্যান্ড এলাকা ও ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার ডিভাইডারের বাইরের অংশ ঢেউয়ের মতো উঁচু-নিচু হয়ে পড়েছে। পাটুরিয়া সংযোগ সড়কের ডিভাইডারের কয়েকটি স্থানেও বেশ উঁচু-নিচু হয়ে গেছে।

স্থানীয়রা জানান, সবচেয়ে বড় সমস্যা হলো সড়কের প্রায় প্রতিটি ব্রিজে ওঠা-নামার শ্লোপ উঁচু থাকায় ঝুঁকি নিয়ে দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করছে।

মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অল্প সময়ের মধ্যে সড়কের ক্ষতিগ্রস্ত পয়েন্টগুলো সংস্কার করা হবে।’
/এনআই/এসএমএ/ 


 


সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী