X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৭:২৫আপডেট : ২৫ জুন ২০১৭, ১৭:৫৩

ষাটগম্বুজ মসজিদ (ছবি-বাগেরহাট প্রতিনিধি)

বিশ্ব ঐতিহ্যের (ওয়াল্ড হ্যারিটেজ) অংশ ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ও বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া এখানে আরও দুটি ঈদ জামাত হবে। প্রায় ছয়শ’ বছর পুরনো এ মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম, সোয়া আটটায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মোহম্মদ হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

মোহম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘ষাটগম্বুজ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি জামাত হবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ষাটগম্বুজ মসজিদ ছাড়া শহরের আলিয়া মাদ্রাসা ঈদগাহ, হযরত খানজাহান (রহ:) মাজার জামে মসজিদ, পুরাতন কোর্ট মসজিদ, মিঠা পুকুরপাড় জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ, খানজাহানিয়া বায়তুল ফালাহ মসজিদ, নতুন কোর্ট জামে মসজিদ ও সরুই হাজী আরিফ জামে মসজিদে সকাল ৮টা, সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, খারদ্বার জামে মসজিদ ও রেলওয়ে জামে মসজিদে সকাল সোয়া ৮টা এবং সরকারি পিসি কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া বাগেরহাটের ৯টি উপজেলার বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাহে সুবিধামতো সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

নামাজকে ঘিরে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের জামাত উপলক্ষে গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের জামাতের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করাসহ পটকা, আতসবাজি ফুটানো বন্ধ রাখা, রেকর্ডার ও মাইকের মাধ্যমে গান না বাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোমল পানীয় বিক্রির নামে রাস্তার পাশে ও মোড়ে অস্থায়ী স্টল তৈরি থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ