X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপি নেতার গাড়িবহরে হামলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ০১:২১আপডেট : ২৮ জুন ২০১৭, ০৭:৫৯

বরিশাল

বরিশালের হিজলা উপজেলায় উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের গাড়িবহরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলার দূর্গাপুরের বান্দেরহাট কাঠালবাগানের কাছে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন মেজবাহউদ্দিন ফরহাদ। তবে হামলার কথা জানেন না বলে দাবি করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

মেজবাহউদ্দিন ফরহাদের দাবি, ‘মঙ্গলবার দুপুর ১২টা ও সাড়ে ১২টার দিকে দুই দফায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমার গাড়িবহরে হামলা চালায়। এতে স্পেশাল ব্রাঞ্চের এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

ফরহাদের ভাষ্য, ‘সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদুল আলমের কবর জিয়ারত করে হিজলা উপজেলার কোড়ালিয়া গ্রাম থেকে ফেরার পথে আমি ও আমার দলের নেতাকর্মীরা হামলার শিকার হই। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রামদা ও লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘হামলায় যুবদলের মীর মাহফুজুর রহমান এলিট, ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান, শ্রমিকদলের খোরসেদ আলম, বিএনপির অধ্যাপক মাজহার ও পুলিশ সদস্য আলতাফসহ ছয়জন আহত হন।’

তিনি বলেন, ‘ঘটনার পরে পুলিশ গিয়ে হামলাকারীদের সরিয়ে দেয়। এতে আমি নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার তালুকদারের বড়জালিয়ার বাসায় আসার পর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমাদের সেখানে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ফরহাদের অভিযোগ, ‘এর আগে দুপুর ১২টার দিকে মৌলবীর হাট এলাকায় আমাকে গাড়িবহর নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। পরে অবশ্য ৪-৫টি মোটরসাইকেল নিয়ে যাওয়ার অনুমতি দেয় তারা।’

এ ব্যাপারে ওসি মাসুদুর রহমান বলেন, ‘আমরা নিয়মিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি করি। এর অংশ হিসেবে আজ  মেজবাহউদ্দিন ফরহাদের গাড়িবহর আটকাই। পরে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে মেজবাহউদ্দিন ফরহাদকে যেতে দেওয়া হয়।’ তবে হামলা বা পুলিশ সদস্য আহত হওয়ার ব্যাপারে কিছু জানেন না বলে জানান তিনি।

/এমএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?