X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জনগণের প্রচেষ্টাতেই জঙ্গিবাদ নির্মূল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ০৫:৩৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৬:০১

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাজশাহীতে জঙ্গিবাদের উত্থান হলেও এখন রাজশাহীবাসীই জঙ্গিবাদকে ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এই রাজশাহীতেই জঙ্গিবাদের উত্থান হয়েছিল। পুলিশ যেমন সেটা দমন করতে সক্ষম হয়েছিল, তেমনি জনগণও জঙ্গিবাদের বিরুদ্ধে এগিয়ে এসে পুলিশের পাশে দাঁড়িয়েছিল। রাজশাহীবাসী এখন ঘৃণা করেন। আমি বলব না যে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়েছে। তবে জনগণের প্রচেষ্টায় তা সম্ভব হয়ে উঠবে।’
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলের মাঠে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ জঙ্গিবাদ দমনে হিমশিম খাচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জঙ্গিবাদকে মোকাবিলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন। আজ বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা জঙ্গিবাদ দমনে এগিয়ে আসছে।’
মাদককে চ্যালেঞ্জ উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘কারাগারগুলোতে দেখা যায়, বন্দিদের বেশিরভাগই মাদক মামলার আসামি। মাদক একটি অভিশাপ। মাদক নির্মূলেরও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে মাদক পাচার করা হয় উল্লেখ করে তিনি এই দুই দেশের সঙ্গে মাদক পাচার রোধে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ চলছে বলেও জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রজতজয়ন্তীর র‌্যালি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ’১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। একসময় পুলিশের কথা শুনলেই মানুষ আতঙ্কিত হতো। কিন্তু পুলিশ জনগণের সেবা করে, সেটা আজ প্রমাণিত। তারা মাদক ব্যবসা, জনগণের জানমালের নিরাপত্তা ও জঙ্গিবাদ দমনের মতো কাজ জীবনবাজি রেখে করে চলেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের সদস্য আক্তার জাহান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগর কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক মন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, কবি কাজী রোজী প্রমুখ।
এর আগে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক র‌্যালিতেও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

আরও পড়ুন-

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দিনভর যানজট

দুর্নীতির মামলায় চার্জশিটে নাম থাকা ৪ বেরোবি কর্মকর্তার পদোন্নতি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু