X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দিনভর যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ০৫:০৫আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৫:১০

বঙ্গবন্ধু-সেতুর-পশ্চিম-পাড়ে-যানজট বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে সয়দাবাদ-কড্ডা-নলকা মহাসড়কে বুধবার ১৯ জুলাই (বুধবার) দিনভর যানজট ও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।  এতে ভোগান্তিতে পড়েছেন উত্তারঞ্চল চলাচলকারী মানুষ।
এই মহাসড়কে আশির দশকে নির্মিত সওজের নলকা সেতুর ওপরিভাগে ভঙ্গুর জয়েন্ট এক্সপানশনের কারণে গত প্রায় এক মাস ধরে ঢাকা-উত্তরাঞ্চলগামী যানবাহনে ধীরগতি দেখা গেছে। তবে মঙ্গলবার দুপুর থেকে নলকা সেতুর ওপরিভাগের ভঙ্গুর জয়েন্ট এক্সপানশন মেরামত কাজের জন্য সেতুর ওপর খোঁড়াখুড়িতে যানজট চরম আকার ধারণ করে।

বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার অংশে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দিনভরই থেমে থেমে চলেছে যানবাহন। এ কারণে জেলার বগুড়া-হাটিকুমরুল মহাসড়কের রায়গঞ্জ ধানগড়া থেকে জেলা শহরের অভ্যন্তরের রায়গঞ্জ-বহুলী রাস্তা দিয়ে বিকল্প পথে ঢাকার দিকে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

বুধবার সকাল ১১টার দিকে ভঙ্গুর নলকা সেতুর পশ্চিম পাড়ে একটি ট্রাক বিকল হওয়ায় যানজট ও ধীরগতিতে নতুন মাত্রা শুরু যোগ হয়। এতে বিপাকে পড়েন যাত্রীরা। বিকাল সাড়ে ৩টার পর অবস্থা উন্নতি হলেও যানবাহনের ধীরগতি ও যাত্রী বিড়ম্বনা কমেনি।

বঙ্গবন্ধু সেতুর প্রায় ১৯ কিলোমিটার পশ্চিমে সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড়ে সওজের রাস্তায় ব্যাপক খানাখন্দ যানবাহনের এ ধীরগতির আরেকটি কারণ। যাত্রীরা জানান, বর্তমানে হাটিকুমরুল মোড় থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৯ কিলোমিটার মহাসড়ক পার হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। এতে চালক ও যাত্রীদের যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ অবস্থা হয়ে দাঁড়িয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা গোল চত্বরে সওজের রাস্তার খানাখন্দ। মাঝেমধ্যেই সেখানে মেরামত কাজ করা হয়। অন্যদিকে নলকা ব্রিজটিও সরু এবং ওপরে ভঙ্গুর। মহাসড়কে ৮০ কিলোমিটার বা তার ওপরে যানবাহন চলার কথা। কিন্তু গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৯ কিলোমিটার পথে যদি গাড়ি ৫ কিলোমিটার গতিতে চলে, তাহলে তিন থেকে চার ঘণ্টা বা তার অধিক সময় লাগবে এটিই স্বাভাবিক। সওজের রাস্তা ও নলকা সেতুর কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। কতদিন এ সমস্যা থাকবে, তা সওজ কর্তৃপক্ষই ভাল জানেন।’

সেতুর পশ্চিম পাড়ে কড্ডা ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইন্সচার্জ ইন্সপেক্টার বেলায়েত আলী বলেন, ‘সওজের কারণে আমাদেরও জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। দেড় মাস থেকে এ ধরনের সমস্যা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই।’

সওজ উপবিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘আশির দশকে নির্মিত সওজের নলকা সেতুর ওপরিভাগে ভঙ্গুর জয়েন্ট এক্সপানশন মেরামত কাজের জন্য ওই মহাসড়কের গত প্রায় এক মাস এ ধরনের সমস্যা হলেও আমরা নিরুপায়। মঙ্গলবার দুপুরে সেতুর ওপরিভাগে ভঙ্গর জয়েন্ট এক্সপানশন তুলে ফেলার জন্য বিকাল ৫টা পর্যন্ত একলেন দিয়ে গাড়ি চালাচল করে।’

সওজ নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘চট্টগ্রাম থেকে মেশিন এনে নলকা সেতুর ওপরিভাগে স্টিল প্লেট লাগিয়ে মেরামত ও সংস্কারের চেষ্টা করা হচ্ছে। এটি শেষ হলে আর সমস্যা থাকবে না। হাটিকুমরুল মোড়ে ঈদের আগে ও পরে কয়েক দফা মেরামত করা হয়। প্রতিদিন এত যানবাহন চলে, যে মেরামত কাজ টিকেছে না। তার ওপর বৃষ্টি। সে কারণে সমস্যা আরও বেশি হচ্ছে।

/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন ও গিলেস্পি
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে