X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সামুদ্রিক মাছ উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২২ জুলাই ২০১৭, ০৭:৫৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৭:৫৭

বাজারে সামুদ্রিক মাছ (ছবি- অনলাইন থেকে নেওয়া)

দেশে সামুদ্রিক মাছের উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে। গত তিন দশক আগে মোট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ মাছ আসত বঙ্গোপসাগর থেকে। কিন্তু এখন তা কমে ১৬ শতাংশে নেমে এসেছে। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সামুদ্রে মাছ উৎপাদন কমে যাওয়ার জন্য কোনও নিয়ম-নীতি না মেনে জেলেদের মাছ ধরার প্রবণতাকে দায়ী করেছেন মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ। পাশাপাশি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেও মাছ উৎপাদন কমে গেছে বলেও জানিয়েছেন তিনি।

বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছের ঘনত্ব এবং প্রাচুর্য নিরূপণের জন্য গত বছর জরিপ শুরু করে বাংলাদেশ মৎস্য অধিদফতর। এই জরিপ কমিটির বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ।সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈজ্ঞানিক ভিত্তিতে ম্যাক্সিমাম সাসটেইনেবল ইল্ড মাত্রা সংরক্ষণ করতে হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে পানির গুণাগুণ কমে যাওয়ায় তা সহনীয় মাত্রায় রাখা জরুরি।’

মৎস্য গবেষক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ (ছবি- প্রতিনিধি)

সামুদ্রিক লইট্টা ও চাপিলা মাছের জীবন পদ্ধতির ওপর সম্প্রতি গবেষণা শেষ করেছেন ড. জোয়ার্দ্দার। তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে প্রায় ৫০০ প্রজাতির মাছ আছে। এর মধ্যে ৩১ প্রজাতির মাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। কিন্তু ক্রমেই তাদের জীবনচক্র বিপদসংকুল হয়ে পড়ছে। তিন দশক আগে মোট উৎপাদিত মাছের অর্ধেক সামুদ্রিক মাছ হলেও এখন তা কমে ১৬ শতাংশে নেমে এসেছে।’

দেশের মোট মাছ উৎপাদন সম্পর্কে তিনি আরও বলেন, ‘এখন ৫৬ ভাগ মাছ চাষ করে উৎপাদন করা হয় এবং বাকি ২৮ ভাগ পাওয়া যায় অভ্যন্তরীণ মিঠা পানির জলাশয়ে।’

মাছের উৎপাদন প্রসঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ‘মাছ উৎপাদনে বিশ্বে চীন, মিয়ানমার ও ভারতের পরই বাংলাদেশের অবস্থান। শীর্ষস্থানে উঠতে হলে সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির ব্যাপারে ভাবতে হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিক সালিশ আদালতের এক রায়ে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গ কিলোমিটার সমুদ্র পেয়েছে বাংলাদেশ। এতে মোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটারের বেশি অঞ্চলজুড়ে সমুদ্রের মালিকানা এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার পেয়েছে বাংলাদেশ।

/এএইচ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা