X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টানা বৃষ্টিতে ডুবে গেছে খুলনার রাস্তাঘাট

খুলনা প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৮:০০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:০৪

ডুবে যাওয়া রাস্তা দিয়ে চলছে যানবাহন (ছবি- প্রতিনিধি)

খুলনায় বুধবার (১৯ জুলাই) থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (২৪ জুলাই) পর্যন্ত কখনও হালকা, কখনও ভারী, কখনও আবার মুষলধারে অব্যাহত রয়েছে। এতে নগরীর রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সরেজমিনে নগরী ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে নর্থ খাল ব্যাংক রোড, পিটিআই মোড়, রয়্যাল মোড়, শান্তিধাম মোড়, টুটপাড়া, আহসান আহমেদ রোড, নতুন বাজার, স্যার ইকবাল রোড, কেডিএ এভিনিউ রোড, জোড়াগেট, খালিশপুর বাস্তহারা, বয়রা এলাকা, মুজগুন্নী, নেভি স্কুলের সামনে, হাউজিং বাজার, নতুন কলোনি, দৌলতপুর, খালিশপুর, বাইতিপাড়া, তালতলা, মডার্ন ফার্নিচার মোড়, পিকচার প্যালেসের মোড়, শামসুর রহমান রোড, নিরালা, বাগমারা, মিস্ত্রিপাড়া, ময়লাপোতা, শিববাড়ি মোড়, বড় বাজার, মির্জাপুর রোড, খানজাহান আলী রোড, পশ্চিম রূপসা, রূপসা স্ট্যান্ড রোড, বাবুখান রোড, লবণচরা বান্দা বাজার, আড়ংঘাটা এলাকার রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।

নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানেসেখানে ময়লা-আবর্জনা ফেলা, বড় খালগুলো ভরাট, অবৈধ দখল ও বাঁধ দিয়ে মৎস্য চাষসহ নানান কারণে সামান্য বৃষ্টিতেই খুলনাজুড়ে জলাবদ্ধতা তৈরি হয়। এতে দুর্ভোগের শিকার হতে হয় তাদের। পাশাপাশি, ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।

বৃষ্টি ও জলাবদ্ধতার সুযোগে রিকশা, মাহেন্দ্র ও ইজিবাইক চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলেও অনেকে অভিযোগ করেছেন।

নগরীর ফরাজিপাড়া এলাকার চা বিক্রেতা আব্দুর রহমান বলেন, ‘সকালে বৃষ্টির মধ্যেই আমি দোকান খুলি। ৩ ঘণ্টার টানা বৃষ্টিতে ৯টার পরই দোকানে পানি ঢুকে যায়।’

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ভৈরব নদীতে ভাটা আসলেই পানি নেমে যাবে। পানি নেমে যাওয়ার জন্য স্লুইচ গেটগুলিতে সিটি করপোরেশনের প্রকৌশলীরা কাজ করছেন।

ডুবে যাওয়া রাস্তায় পানি ভাঙছেন পথচারী (ছবি- প্রতিনিধি)

মুজগুন্নী এলাকার বাস্তহারা কলোনির বাসিন্দা ফয়সাল আহমেদ বলেন, ‘একটু বৃষ্টি হলেই কলোনির সব সড়ক পানিতে তলিয়ে যায়। আর ওই পানি নামতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়।’

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুর হাওলাদার বলেন, ‘মূলত অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, যেখানেসেখানে ময়লা-আবর্জনা ফেলা, বড় বড় খাল ভরাট, অবৈধভাবে দখল ও বাঁধ দিয়ে প্রভাবশালীদের মৎস্য চাষসহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়। গল্লামারী নর্থ খালের মুখ, কারিগরপাড়া, বাস্তহারা নবী নগর খাল, নিরালা, হরিণটানা নারকেল বাড়িয়া, ছড়িছড়া, মতিয়াখালি, ক্ষেত্রখালী, রূপসা সাহেদ আলী, ১, ২, ৩নং কাস্টমস ঘাট খাল অর্থাৎ পানি নিষ্কাশনের পয়েন্টগুলো দীর্ঘদিন খনন করা হয় না। অনেক খাল দখল করে মাছ চাষ করা হচ্ছে। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্টদের কোনও মাথাব্যথা নেই। যত ভোগান্তি সব পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।’

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ জামান বলেন, ‘অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে জনগণ ও করপোরেশনকে দায়িত্ববান এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি খালগুলো অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করতে হবে।’

খুলনা সিটি করপোরেশনের কঞ্জারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান বলেন, ‘অতি বৃষ্টির কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু জলাবদ্ধতা নিরসনে করপোরেশনের জনবল কাজ করেছে। এছাড়া খাল ও স্কেভেটর দিয়ে ড্রেনের মাটি খনন করা হয়েছে। ড্রেনে আটকে থাকা ময়লা-আবর্জনা সনাক্ত করে পরিষ্কার করা হবে।’

/এমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে রুশ হামলায় নিহত ১০
খারকিভে রুশ হামলায় নিহত ১০
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
হাঙ্গেরি মিশনের আগে লড়াইয়ে নামছেন রানী হামিদ-শিরিনরা
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ