X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জমি দখলের চেষ্টার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১০:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১১:০৫

সংবাদ সম্মেলন করে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ জানানো হয়। ছবি-প্রতিনিধি

শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ এনেছেন দিলবর নগর গ্রামের তিন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা। রবিবার (৬ আগস্ট) উপজেলার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান তারা।  

সংবাদ সম্মেলনে তিন পরিবারের পক্ষে নরেশ দেব বর্মা জানান, রবিবার সকালে অর্ধশতাধিক নারী-পুরুষের একটি বাহিনী তাদের মৌরসী স্বত্ব জমিতে ফলানো লেবু বাগান দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর নারীদের মারধর করে ও তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়, এরপর তাদের বাগানের লেবু ও কলাগাছ কেটে দিয়ে চলে যায়। হামলাকারীদেরকে গোপাল দেব বাহিনীর লোক বলে দাবি করেছেন অভিযোগকারী নরেশ।

তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দিলবর গ্রামের তিনটি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী পরিবারের ১১ জন সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে নরেশ দেববর্মা আরও বলেন, গত ১৮ জুন গোপাল দেব চৌধুরীর লোকেরা তাদের ভূমির ওপরে বানোয়াট দাগ ও খতিয়ান সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে মৌলভীবাজার যুগ্ম জেলা জজ-২ আদালতে মামলা করেছেন তিনি। এরপর বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। এরই জের ধরে গোপাল বাহিনীর লোকজন রবিবার ভূমি দখলের জন্য তাদের ওপর হামলা চালায়।

দিলবর নগর গ্রামে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছবি-প্রতিনিধি

তাদের অভিযোগ, সম্প্রতি গোপাল দেব চৌধুরীর লোকেরা ভুয়া আরএস খতিয়ান ১৫১ এবং ৮০৪ ও ৮০৫ নম্বর দাগ দুটি কাল্পনিকভাবে সৃষ্টি করে মোট ১শ ৮৯ শতক জমির মালিকানা দাবি করছেন। কিন্তু গোপাল দেব চৌধুরী চাচা স্বর্গীয় ক্ষীরোধ বিহারী দেব চৌধুরী অনেক আগেই ৩ একর ৮৭ শতক জমি বিক্রয় করেছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বজিৎ দেববর্মা বলেন, ‘আদিবাসীদের সম্পূর্ণ নিরাপত্তা ও আইনি সহযোগিতা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ব্যাপারে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি।’

অভিযোগের ব্যাপারে গোপাল দেব চৌধুরী জানান, ওই ভূমিতে তার দখলদারিত্ব নেই। মিজান মিয়া নামের এক ব্যক্তিকে তিনি পাওয়ার অব এ্যাটর্নি দিয়ে রেখেছেন। তবে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারো ভূমি দখলের চেষ্টা, তাদেরকে নির্যাতন বা তাদের বাড়িঘর ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার ব্যাপারে কিছু জানেন না তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, ‘আদালতের রায় অনুযায়ী ভূমির মালিক ভূমি ফিরে পাবেন। এখানে পাওয়ার অব এ্যাটর্নির জোরে কোনও অপশক্তি কাজ করতে পারবে না।’ এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

এএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ