X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বন্যার পানিতে মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২১:২৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২১:২৩

মানিকগঞ্জে বন্যা মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। শিবালয় পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (জিআর) মো. ফারুক হোসেন জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর এই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানি বিপদসীমার (৯.৪০ মিটার) এক সেন্টিমিটার নিচে ছিল। এর পরবর্তী ২৪ ঘণ্টায় পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদীতে পানি বাড়ায় ডুবে গেছে আরিচা ঘাটে অবস্থিত একটি সরকারি পিসি পোল কারখানা। বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে এই পোল উৎপাদন কারখানাটিতে বন্যার পানি ঢুকে পড়ায় উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। কারখানাটির নির্বাহী প্রকৌশলী ইকতিয়ার কবীর এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কারখানার ভেতরে এখন হাঁটু পানি। স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারায় উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মানিকগঞ্জে বন্যা এছাড়া, আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাট যাওয়ার রাস্তার এলাচিপুর এলাকায় বন্যার পানির তোড়ে রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে। যমুনা ও পদ্মার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদী ধলেশ্বরী, ইছামতি, কালিগঙ্গাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার শিবালয়, দৌলতপুর, হরিরামপুর ও ঘিওর উপজেলার  নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

মানিকগঞ্জে বন্যা হরিরামপুর উপজেলার আন্ধারমানিক, দড়িকান্দি, জগন্নাথপুর, বাহিরচর, গোপিনাথপুর, কাঞ্চনপুর, ভেলাবাদ, হারুকান্দিসহ বিভিন্ন চরাঞ্চলের নিম্নাঞ্চল বন্যার প্লাবিত হয়ে গেছে। আন্ধারমানিক বাজারে যাওয়ার রাস্তাটি উপচে বন্যার পানি নামছে। হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ জানান, তার উপজেলা চত্বর পানিতে তলিয়ে গেছে। উপজেলা চত্বরসহ আবাসিক ভবনের ভেতরেও পানি ঢুকেছে।

জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম জানিয়েছেন, তার কার্যালয়ে ৩১১ নম্বর কক্ষে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। 

/এএম

আরও পড়ুন:
বন্যায় প্লাবিত ৩২ লাখ মানুষ, ডুবে গেছে পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ