X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সোনাইমুড়ীতে খাদেম হত্যার ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৭:০০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:০২

নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামের আফজল শাহ্ মাজারের খাদেম সোনা মিয়া (৬৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে মো. সুজন (২৫) নামে আরও একজনকে আটক করে পুলিশ। সোনাইমুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ সরকার বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সোনা মিয়া শরীয়তপুর জেলার সদর উপজেলার হাদিপুর গ্রামের মৃত মহিবুল হাওলাদারের ছেলে। সোনা মিয়াকে হত্যার পর পর ঘটনাস্থল থেকে ছুরিসহ ইলিয়াছ (২৪) নামে একজনকে আটক করে পুলিশ। পরে সুজনকে আটক করা হয়। ইলিয়াস সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের ছেরু মুন্সি বাড়ীর নূর মোহাম্মদ বক্সীর ছেলে, আর সুজন একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।

এএসআই মাসুদ সরকার জানান, খাদেম হত্যার ঘটনায় তার স্ত্রী নিলুফা বাদী হয়ে ইলিয়াছ ও সুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৮।

তিনি আরও জানান, আজ (বৃহস্পতিবার) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রাত সাড়ে ৮টার দিকে তিন জন যুবক মোমবাতি দেওয়ার কথা বলে মাজারে প্রবেশ করে। কিছুক্ষণ পর তারা খাদেমের সঙ্গে কথা আছে বলে মাজারের পাশে ঝোঁপের কাছে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খাদেমের চিৎকারে তার স্ত্রী এসে খাদেমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনিও চিৎকার শুরু করেন। এসময় এলাকাবাসী চারদিক ঘিরে ফেলে ইলিয়াছকে আটক করে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা