X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কারাগারে তুফানের রাজকীয় জীবনযাপন: রাজশাহী ডিআইজি প্রিজনের তদন্ত

বগুড়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১৯:২৭আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:৩২

বগুড়ার ম্যাজিস্ট্রেট আদালতে তুফান সরকার (ছবি- ফোকাস বাংলা) বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে ন্যাড়া করার আলোচিত মামলায় বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও অন্য আসামিরা টাকার বিনিময়ে বগুড়া জেলে রাজকীয় জীবনযাপন করছিল বলে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে বগুড়া কারাগার পরিদর্শন করেছেন রাজশাহীর ডিআইজি প্রিজন আলতাফ হোসেন। শনিবার (১৯ আগস্ট) বিকাল থেকে রবিবার (২০ আগস্ট) দুপুর পর্যন্ত তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন।
কারাগারে তুফানের রাজকীয় হালে থাকার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পেলে তুফানকে প্রথমে তুফানকে হাসপাতাল থেকে ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। তুফান ও তার সহযোগীদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাতেও কড়াকড়ি আরোপ করা হয়। কারা সদর দফতর থেকে এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় রাজশাহীর ডিআইজি প্রিজন আলতাফ হোসেনকে।
তদন্ত করতে ডিআইজি প্রিজন শনিবার দুপুরেই পৌঁছান বগুড়া কারাগারে। তিনি বলেন, ‘কারাগার পরিদর্শনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে আরও তদন্ত করব। এরপর আইজিকে তদন্ত রিপোর্ট জমা দেবো।’ তবে তদন্তে সত্যতা পাওয়া গেছে কিনা, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।
এদিকে, তদন্তের জন্য ডিআইজি প্রিজন বগুড়া কারাগারে পৌঁছানোর আগেই কারা সদর দফতরের নির্দেশে শনিবার দুপুরে তুফানকে গাজীপুরের কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি সেলে পাঠানো হয়।
এর আগে, সম্প্রতি বগুড়া জেল থেকে জামিনে ছাড়া পাওয়া কয়েকজন হাজতি নাম প্রকাশ না করার শর্তে জানান, জেলে আসার পর থেকেই তুফান, রুমকিসহ অন্য আসামিদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাদের জন্য কয়েকজন কারারক্ষী নিয়োগ করা হয়। প্রথম ২-৪ দিন তারা জেলের খাবার খেলেও পরবর্তী সময়ে বাড়ি থেকে পাঠানো খাবার খান। কয়েদিরা আরও অভিযোগ করেন, গত ৭ আগস্ট নির্যাতিত ছাত্রী ও তার মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে ওই দিনই রাত ৯টার মধ্যে তুফানকে লকআপ থেকে এনে সুপারের কক্ষে ছাত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয়। কারাগারে থাকা সিটিটিভির ফুটেজ দেখলেই এ ঘটনার সত্যতা পাওয়া যাবে বলে দাবি করেন তারা।
এসব প্রসঙ্গে জানতে চাইলে জেল সুপার মোকাম্মেল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে লকআপ থেকে কোনও হাজতি ও কয়েকদিকে বের করার সুযোগ নেই। তাই আমার কক্ষে ভিকটিমের সঙ্গে তুফান সরকারের সাক্ষাৎ করানোর অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।’ তবে ১২ আগস্ট দর্শনার্থী কক্ষে তুফানকে ফেনসিডিল খাওয়ানোর চেষ্টার কথা স্বীকার করেন তিনি।
জেল সুপার দাবি করেন, তুফান হাসপাতালে নয়, সাধারণ ওয়ার্ডে ছিল। আর এ ঘটনায় তিনি বা কোনও কারারক্ষী জড়িত ছিলেন না বলে কাউকে শাস্তি দেওয়ার প্রশ্নই নেই।

আরও পড়ুন-

রাজশাহী থেকে পদ্মা ও ধূমকেতুর যাত্রা বাতিল

শেরপুরে বন্যার পানি কমছে, ত্রাণের জন্য হাহাকার বাড়ছে

কারাগারে রাজকীয় হালে তুফান বাহিনী: পায় ফেনসিডিল, খায় বাড়ির খাবার

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
গণমাধ্যম তথ্য চাইলে যেকোনও প্রতিষ্ঠান তা দিতে বাধ্য: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত