X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খান টিপু সুলতানকে শেষ শ্রদ্ধা জানালেন যশোরের সর্বস্তরের মানুষ

যশোর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ২০:২৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২০:৩৪

খান টিপু সুলতানের জানাজার নামাজে অংশ নেন যশোরের সর্বস্তরের মানুষ (ছবি- প্রতিনিধি)

যশোর-৫ আসনের (মণিরামপুর) সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট খান টিপু সুলতানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন যশোরের সর্বস্তরের মানুষ। রবিবার (২০ আগস্ট) বিকালে জেলার কেন্দ্রীয় ঈদগাহে সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

রবিবার (২০ আগস্ট) বাদ আসর খান টিপু সুলতানের নামাজে জানাজা হয়। পরে তার মরদেহ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এবং সেখান থেকে তার নির্বাচনী এলাকা মণিরামপুরে নিয়ে যাওয়া হয়। পারিবারিক কবরস্থান ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামে মরহুমকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তার ছেলে সাদাব হুমায়ুন সুলতান।

রবিবার বিকাল সাড়ে চারটার দিকে খান টিপু সুলতানের মরদেহ হেলিকপ্টারে করে যশোর বিমানবন্দরে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় মরহুমের নিজ বাসভবনে নেওয়া হয়। এরপর বাদ আছর তার মরদেহ কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজার জন্য নেওয়া হয়। এসময় তার কফিনে গার্ড অব অনার দেয় পুলিশের একটি দল।

খান টিপু সুলতানের জানাজার নামাজে অংশ নেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শরীফ আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক এমএ গফুর, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ যশোরের সর্বস্তরের রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। এসময় সেখানে উপস্থিত মরহুমের বড় ছেলে সাদাব হুমায়ুন সুলতান তার বাবার জন্য সকলের দোয়া কামনা করে বক্তৃতা দেন।

খান টিপু সুলতানের কফিনে গার্ড অব অনার দিচ্ছে পুলিশের একটি দল (ছবি- প্রতিনিধি)

খান টিপু সুলতানের মরদেহ জেলা আওয়ামী লীগের গাড়ীখানা রোডের কার্যালয়ে নেওয়া হলে দলের সব স্তরের নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

এদিকে, খান টিপু সুলতানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকে কালো পতাকা উত্তোলন করা হয়। অ্যাড. খান টিপু সুলতানের মৃত্যুতে যশোরের আদালত প্রাঙ্গণে ছিল ফুল কোর্ট রেফারেন্স।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৫ আগস্ট থেকে টিপু সুলতান রাজধানীর ধানমন্ডি এলাকার সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!