X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার হাতে জেলা পরিষদ সদস্য লাঞ্ছিত

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ০১:০৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ০১:২৯

 

আহম্মদ আলী পোদ্দার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের হাতে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী পোদ্দার লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পোদ্দারের ভাতিজা লিখন বাংলা ট্রিবিউনকে জানান, সদর ইউনিয়নের মাঝিপাড়ায় নারী সংক্রান্ত একটি বিরোধ মিমাংসা করতে যান জেলা পরিষদের সদস্য আহম্মদ আলী পোদ্দার। সেখানে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তার সমর্থকদের নিয়ে উপস্থিত হয়ে পোদ্দারের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মেহেদী তার সমর্থকদের নিয়ে রতনকে এলাপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রতন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর সেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপরই জেলা পরিষদ সদস্য পোদ্দারের সমর্থকরা মেহেদী ও তার সঙ্গীদের খোঁজে লাঠি হাতে বেরিয়ে পড়ে। এ ঘটনায় ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের মোবাইলফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন বলেন, ‘দলীয় ফোরামে আলোচনা করে অভিযুক্ত মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহিদুন্নবী সাগর বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে দায়ী নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আহম্মদ আলী পোদ্দার রতন নব্বইয়ের দশকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
ওয়ালটন এসি কিনে মিলিয়নিয়ার গাজীপুরের আলী
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
গরমে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে: ইসি আনিছুর
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস