X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পূজার সময় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: রংপুরের ডিআইজি

রংপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৯

রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ (ছবি: প্রতিনিধি) পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেছেন, ‘এবারের দুর্গা পূজা ও আশুরায় জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আমরা জঙ্গি হামলার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। কেননা গত দুই বছরে রংপুর বিভাগে এরকম সময়ে এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এসব বিষয়কে সামনে রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।’ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, ‘এবারের দুর্গা পূজা আনন্দমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে রংপুর বিভাগের আট জেলায় প্রতিটি পূজা মণ্ডপে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিমা তৈরি করা অবস্থায়ও নিরাপত্তা দেওয়া হয়েছে। এর কারণ, এই সময়ে যাতে কোনও ভাবেই ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট না হয় সেই ব্যবস্থা করা। পূজা চলাকালিন সময়ে চুরি-ছিনতাই, সন্ত্রাসী ও জঙ্গি হামলা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমা বির্সজন ও তার পরবর্তী সময়ে কোথাও কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।’

ডিআইজি বলেন, ‘এ বছর রংপুর বিভাগে ৫ হাজার ১২০টি স্থানে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে এবারের মণ্ডপের সংখ্যাও গতবারের চেয়ে বেশি।’

নিরাপত্তার জন্য উপজেলা পর্যায় পর্যন্ত পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে বলেও জানান ডিআইজি। এর আগে রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার ও প্রতিটি জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় দুই অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- দেশের বৃহত্তম পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প