X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মনটা পড়ে থাকে উখিয়া ও টেকনাফে: ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩

র‌্যাংগস গ্রুপের গাড়ি সংযোজন প্ল্যান্টের উদ্বোধন করছেন ওবায়দুল কাদের (ছবি- প্রতিনিধি)

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মনটা পড়ে থাকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। ভাইহারা বোন, সন্তানহারা মা, স্বামীহারা নববধূর ফরিয়াদে কক্সবাজারের বাতাস ভারী হয়ে উঠেছে।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সোনারগাঁওয়ের সোনাখালীতে র‌্যাংগস গ্রুপের গাড়ি সংযোজন প্ল্যান্টের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পৃথিবীর দীর্ঘতম এই সেতু আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। এ সেতুর জন্য আমরা ৩০ হাজার কোটি টাকা ফান্ড করেছি। এ টাকার পুরোটাই বাংলাদেশের। দেশে ডাবল ডেকার বাস দেখেছেন। এবার আমরা ডাবল ডেকার সেতু দেখাবো, যার মধ্যে বাস ও ট্রেন দু’টোই চলবে।’  

তিনি আরও বলেন, ‘এদেশকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আস্তে আস্তে দেশের ডেভেলমেন্ট হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে চাই। এজন্য রাস্তায় ভালো ভালো  গাড়ি নামাতে হবে। একইসঙ্গে সর্তকভাবে চালকরা যদি গাড়ি চালান, আর মালিকরা যদি চালকদের কাউন্সিংয়ের বিষয়টি অব্যাহত রাখেন, তবে সড়ক দুর্ঘটনা কমে আসবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এখন দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে সিটিং সার্ভিসের নামে চলছে চিটিং সার্ভিস। মনে হয়, দেখার কেউ নেই। ইকোনোমিক ইন্টিলিজেন্সের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, ১৪০টি দেশের রাজধানীর মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম, যা যুদ্ধবিধ্বস্ত লিবিয়া, ঘানা, নাইজেরিয়ার রাজধানীর চেয়েও খারাপ। এ দুর্নামের অন্যতম কারণ, ফিটনেসবিহীন গাড়ি।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় থাকায় বিদেশিদের কাছে বাংলাদেশের গরিব চেহারা ফুটে উঠে। তাই ভ্রমণে আসা বিদেশিরা মনে করেন, বাংলাদেশ গরিব একটা রাষ্ট্র।’

এসময় উপস্থিত ছিলেন- র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, র‌্যাংগস মটরসের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী, ঢাকা  সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র‌্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার