X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মনপুরায় বাঁধ ভেঙে ভেসে যাওয়া ৩ জন উদ্ধার

ভোলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ২১:০৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২১:০৫

মনপুরায় জোয়ারের পানিতে বাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত

ভোলার মনপুরায় বেড়িবাঁধ ভেঙে দোকান ঘরসহ জোয়ারের পানিতে ভেসে যাওয়া তিন জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টায় দিকে তাদের মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করা হয়। মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আখতার চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন,  ইলিয়াস (২৫),  রুহুল আমিন (নুরআলম) (৩০) ও রাহাত (২৫)।  তাদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায়।

উদ্ধার হওয়া ইলিয়াস জানান, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তার দোকান ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে জোয়ারের পানির সঙ্গে মেঘনায় চলে যায়। তারাও তীব্র ঢেউয়ের আঘাতে মেঘনায় ভাসতে থাকে। পরে তারা ভেসে যাওয়া ঘরটির চালের উপর উঠে বসে। মেঘনার তীব্র  স্রোতে তাদের নদীর মাঝ খানে নিয়ে যায়। পরে স্থানীয় মান্নান মাঝি ও আশরাফ মাঝি ট্রলার নিয়ে গিয়ে মিয়া জমিরশাহ চর সংলগ্ন মেঘনা থেকে তাকে উদ্ধার করে। তার দোকানে প্রায় দেড় লাখ টাকার মালামাল ছিল। সব জোয়ারের পানিতে ভেসে গেছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, নিখোঁজ তিন জনের উদ্ধার হওয়ার খবর তিনি পেয়েছেন। শনিবার রাতে তাদের উদ্ধার করা হয়।

শনিবার সকালে নিম্নচাপের কারণে ও মেঘনার জোয়ারের পানির তোড়ে ভোলার মনপুরা উপজেলার প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ছয়টি গ্রাম প্লাবিত হয়। শনিবার বেলা ৩টার দিকে জোয়ারের পানির তীব্র স্রোতে একটি দোকানসহ তিন জন ভেসে যায়। উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকির দোন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চৌধুরী বাজারের পূর্বপাশের পাঁচ হাজার একর আমন ধানের ক্ষেত প্লাবিত হয়। 

আরও পড়ুন: সোনাগাজীতে ঝড়ে পাঁচ শতাধিক বাড়ি বিধ্বস্ত

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে