X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিটি করপোরেশনের গাড়ি নিখোঁজ, প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

সিলেট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ০৬:০১আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৬:৪০

সিলেট সিটি করপোরেশন সিলেট সিটি করপোরেশনের তিনটি অব্যবহৃত গাড়ি নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্ত করে আগামী বুধবার (১৫ নভেম্বর) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৮ নভেম্বর) সিলেট মহানগর চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।
জানা গেছে, গত ১ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা জিডি (জিডি নং ১৯৪৯) তদন্তের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) বেনু চন্দ্র। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক সার্বিক বিষয় পর্যালোচনা করে এই জিডিটি তদন্ত করতে কেন বিলম্ব করা হলো— জানতে চেয়ে তদন্ত কর্মকর্তাকে শোকজ করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই বেনু চন্দ্র আদালতকে বিলম্বের বিষয়টি লিখিত আকারে অবহিত করেন। আদালত তার লিখিত বক্তব্যটি আমলে না নিয়ে জিডির তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সিটি করপোরেশনের তিনটি গাড়ি নিখোঁজের জিডি তদন্ত করে আগামী ১৫ নভেম্বর তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।’
এর আগে, সোমবার (৩০ অক্টোবর) ‘সিলেট সিটি করপোরেশনের তিনটি গাড়ি গায়েব, থানায় জিডি’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রথম সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট মহলের টনক নড়ে। পরে বুধবার (১ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: জিডি করে ভুলে যান কর্মকর্তা’ এবং শুক্রবার (৩ নভেম্বর) ‘সিসিকের গাড়ি গায়েব: অবশেষে জিডির তদন্তে নামলো পুলিশ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে আরও দু’টি সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং সিলেট সিটি করপোরেশনে সাড়া পড়ে যায়। পরে এই ঘটনায় গঠিত হয় তদন্ত কমিটি।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড