X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে মাদক ছাড়ার ঘোষণা ১৮৯ জনের

জামালপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৭:২৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:৩৩

জামালপুর

জামালপুরে মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন ১৮৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ১৮৯ জনের আত্মসমর্পণ উপলক্ষে জেলা পুলিশ সুপারের (এসপি) অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে মাদকসেবী নাসির উদ্দিন, ফাটাকেস্ট গেল্যা, মাদক ব্যবসায়ী আক্তারুজ্জামানসহ সাত জন বক্তব্য রাখেন। তারা জানান, মাদক তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন ধংস করে দিচ্ছিল। তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে খুশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মো. মোখলেছুর রহমান। তিনি বলেন, ‘স্বেচ্ছায় মাদক ছেড়ে দেওয়া সবার চিকিৎসা ও পুনর্বাসনে পুলিশ প্রশাসন সব ধরণের সহযোগিতা করবে।’ তিনি আরও বলেন, ‘মাদকের ব্যাপারে পুলিশকে জিরো টলারেন্সে থাকতে  হবে। ক্ষমতাসীন দলের কোনও নেতা, এমনকি পুলিশের কোনও সদস্যও যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা